বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে দল ঘোষণা পাকিস্তানের
- আপডেট : ২৩ অক্টোবর ২০২১, শনিবার
- / 15
পুবের কলম ওয়েবডেস্কঃ রবিবার দুবাইয়ে টি- ২০ বিশ্বকাপের অন্যতম সেরা ম্যাচটি আয়োজিত হতে চলেছে। যে ম্যাচে ভারতের বিরুদ্ধে খেলতে নামছে পাকিস্তান। আর সেই লক্ষ্যে হাইভোল্টেজ ওই ম্যাচের এক দিন আগেই ১২ সদস্যের দল ঘোষণা করল পাকিস্তান। চূড়ান্ত একাদশ ঘোষণা করেনি বাবর আজমের দল। রবিবার ম্যাচের দিনই প্রথম এগারো ঘোষণা করবে তারা।
শক্তিশালী ভারতীয় দলের বিরুদ্ধে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে দল তৈরি করেছে পাকিস্তান। বাবর আজম ছাড়া ওই দলে রয়েছেন অভিজ্ঞ ক্রিকেটার মুহাম্মদ হাফিজ, শোয়েব মালিকরা। দলে রয়েছেন ফখর জামান, আসিফ আলির মতো মারকুটে ব্যাটার। উইকেট রক্ষকের ভূমিকায় মুহাম্মদ রিজওয়ান। অভিজ্ঞ সরফরাজ আহমেদকে দলে রাখা হয়নি। দলের অলরাউন্ডার হিসাবে রয়েছেন ইমাদ ওয়াসিম, শাদাব খান। বোলিং বিভাগে রয়েছেন হাসান আলি, শাহিন আফ্রিদি, হ্যারিস রউফ। হায়দার আলিকেও ১২ সদস্যের দলে রাখা হয়েছে।