০২ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ১৫ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

এই টিপসগুলো খেয়াল রাখুন, তাহলেই কিনতে পারবেন মিষ্টি তরমুজ

ইমামা খাতুন
  • আপডেট : ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার
  • / 1259

পুবের কলম, ওয়েবডেস্ক: মার্চেই তাপমাত্রার পারদ চড়ছে। এখনই গরমে নাজেহাল অবস্থা। আর গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কার না ভাল লাগে! এই সময় বাজারে তরমুজে ছেয়ে যায়। অনেক সময়ই ভাল তরমুজ বেছে কিনতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। বাইরে থেকে দেখতে সুন্দর মানেই  তরমুজের ভিতরেও ভাল হবে এমনটা নাও হতে পারে। একটু দেখে কিনলেই ঠকার হাত থেকে বাঁচা সম্ভব। এই কয়েকটি টিসপস মাথায় রাখলেই আপনি খুব সহজে লাল টুকটুকে মিষ্টি তরমুজ কিনতে পারবেন।

আরও পড়ুন: শিন্ডেকে ‘গদ্দার’ বলে রসিকতা, কমেডিয়ান Kunal Kamra-র বিরুদ্ধে এফআইআর পুলিশের

আরও পড়ুন: জুলাই মাসে চতুর্থ উষ্ণতম রাতের রেকর্ড শ্রীনগরে, উপত্যকা জুড়ে জলের ঘাটতি, পানীয় জলের সংকট

গোলাকার কিংবা ডিম্বাকৃতি তরমুজ সাধারণত বেশি মিষ্টি হয়। তুলনামূলক ভারী তরমুজ লাল রঙের হয়ে থাকে। মিষ্টিও বেশি হয়। হলুদ ত্বকের তরমুজ  সাধারণত বেশি স্বাদ হয়। আপনি মসৃণ তরমুজ দেখে কিনলেন, তা কিন্তু মিষ্টি নাও হতে পারে। তরমুজের গায়ে জালের মতো দাগ থাকলে, তা সাধারণত ভাল হয়। তরমুজ হাতে নিয়ে আঙুল দিয়ে হালকা আঘাতে যদি ফাঁপা শব্দ হয় তাহলে বুঝতে হবে তা ভাল। এই জিনিসগুলো মাথায় রেখে বাজারে গিয়ে নিশ্চিন্তে ভাল তরমুজ কিনে ফেলুন। আর গরমে মিষ্টি তরমুজের স্বাদ উপভোগ করুন।

আরও পড়ুন: WB Weather Update: তীব্র দাবদাহে নাজেহাল বঙ্গবাসী!

 

আরও পড়ুন: গরমে বাড়িতে বানিয়ে ফেলুন আমের আচার, তবে এই বিষয়গুলো অবশ্যই নজর দেবেন

 

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

এই টিপসগুলো খেয়াল রাখুন, তাহলেই কিনতে পারবেন মিষ্টি তরমুজ

আপডেট : ২৫ মার্চ ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মার্চেই তাপমাত্রার পারদ চড়ছে। এখনই গরমে নাজেহাল অবস্থা। আর গরমে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে কার না ভাল লাগে! এই সময় বাজারে তরমুজে ছেয়ে যায়। অনেক সময়ই ভাল তরমুজ বেছে কিনতে চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। বাইরে থেকে দেখতে সুন্দর মানেই  তরমুজের ভিতরেও ভাল হবে এমনটা নাও হতে পারে। একটু দেখে কিনলেই ঠকার হাত থেকে বাঁচা সম্ভব। এই কয়েকটি টিসপস মাথায় রাখলেই আপনি খুব সহজে লাল টুকটুকে মিষ্টি তরমুজ কিনতে পারবেন।

আরও পড়ুন: শিন্ডেকে ‘গদ্দার’ বলে রসিকতা, কমেডিয়ান Kunal Kamra-র বিরুদ্ধে এফআইআর পুলিশের

আরও পড়ুন: জুলাই মাসে চতুর্থ উষ্ণতম রাতের রেকর্ড শ্রীনগরে, উপত্যকা জুড়ে জলের ঘাটতি, পানীয় জলের সংকট

গোলাকার কিংবা ডিম্বাকৃতি তরমুজ সাধারণত বেশি মিষ্টি হয়। তুলনামূলক ভারী তরমুজ লাল রঙের হয়ে থাকে। মিষ্টিও বেশি হয়। হলুদ ত্বকের তরমুজ  সাধারণত বেশি স্বাদ হয়। আপনি মসৃণ তরমুজ দেখে কিনলেন, তা কিন্তু মিষ্টি নাও হতে পারে। তরমুজের গায়ে জালের মতো দাগ থাকলে, তা সাধারণত ভাল হয়। তরমুজ হাতে নিয়ে আঙুল দিয়ে হালকা আঘাতে যদি ফাঁপা শব্দ হয় তাহলে বুঝতে হবে তা ভাল। এই জিনিসগুলো মাথায় রেখে বাজারে গিয়ে নিশ্চিন্তে ভাল তরমুজ কিনে ফেলুন। আর গরমে মিষ্টি তরমুজের স্বাদ উপভোগ করুন।

আরও পড়ুন: WB Weather Update: তীব্র দাবদাহে নাজেহাল বঙ্গবাসী!

 

আরও পড়ুন: গরমে বাড়িতে বানিয়ে ফেলুন আমের আচার, তবে এই বিষয়গুলো অবশ্যই নজর দেবেন