২৭ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১০ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ডুয়ার্সের কাঠামবাড়ি জঙ্গলে আগুন, চাঞ্চল্য

চামেলি দাস
  • আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার
  • / 516

পুবের কলম, ওয়েবডেস্ক: আচমকা ডুয়ার্সের কাঠামবাড়ি জঙ্গলে আগুন লাগায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার রাতে বৈকুণ্ঠপুর বন বিভাগের আওতাধীন আপালচাঁদ রেঞ্জের কাঠামবাড়ি জঙ্গলের বেশিরভাগ জায়গা জুড়ে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাতে কাঠামবাড়ির পাশাপাশি গজলডোবা সংলগ্ন সরস্বতীপুর চা বাগান ঘেঁষা বনাঞ্চলের একটি বড় অংশে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা। জঙ্গলের শুকনো পাতা থেকে এই আগুন লেগেছে বলে খবর।

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

আরও পড়ুন: Fire: আনন্দপুরের গুলশান কলোনীতে আগুন

পাশাপাশি, ক্রান্তি থেকে শিলিগুড়িগামী ক্যানেল রাস্তার একপ্রান্তের বড় একটি জায়গায় আগুন লেগেছিল। সেই রাস্তাতেও বেশ ক্ষয়ক্ষতি হয়। বড় জায়গা জুড়ে আগুন লাগার জন্য জঙ্গলের ইকো সিস্টেমের উপর তীব্র প্রভাব পড়েছে। তবে এই জঙ্গলে আগুন লাগার জন্য ছোটো কীট পতঙ্গ-সহ সরীসৃপ প্রাণীদের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। আগুন লাগার ঘটনায় ইতিমধ্যেই বনকর্মীদের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বন দফতরের দাবি, আগুন নেভাতে বনকর্মীরা যথেষ্টই তৎপর।

আরও পড়ুন: হুগলির উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ স্থানে অগ্নিকাণ্ড

আরও পড়ুন: ফের শহরের দু’প্রান্তে বিধ্বংসী আগুন

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ডুয়ার্সের কাঠামবাড়ি জঙ্গলে আগুন, চাঞ্চল্য

আপডেট : ৩০ মার্চ ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: আচমকা ডুয়ার্সের কাঠামবাড়ি জঙ্গলে আগুন লাগায় চাঞ্চল্য ছড়াল এলাকায়। শনিবার রাতে বৈকুণ্ঠপুর বন বিভাগের আওতাধীন আপালচাঁদ রেঞ্জের কাঠামবাড়ি জঙ্গলের বেশিরভাগ জায়গা জুড়ে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন রাতে কাঠামবাড়ির পাশাপাশি গজলডোবা সংলগ্ন সরস্বতীপুর চা বাগান ঘেঁষা বনাঞ্চলের একটি বড় অংশে আগুন জ্বলতে দেখে স্থানীয় বাসিন্দারা। জঙ্গলের শুকনো পাতা থেকে এই আগুন লেগেছে বলে খবর।

আরও পড়ুন: কাঁথিতে প্রসাদ খেয়ে অসুস্থ বহু গ্রামবাসী!

আরও পড়ুন: Fire: আনন্দপুরের গুলশান কলোনীতে আগুন

পাশাপাশি, ক্রান্তি থেকে শিলিগুড়িগামী ক্যানেল রাস্তার একপ্রান্তের বড় একটি জায়গায় আগুন লেগেছিল। সেই রাস্তাতেও বেশ ক্ষয়ক্ষতি হয়। বড় জায়গা জুড়ে আগুন লাগার জন্য জঙ্গলের ইকো সিস্টেমের উপর তীব্র প্রভাব পড়েছে। তবে এই জঙ্গলে আগুন লাগার জন্য ছোটো কীট পতঙ্গ-সহ সরীসৃপ প্রাণীদের প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। আগুন লাগার ঘটনায় ইতিমধ্যেই বনকর্মীদের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বন দফতরের দাবি, আগুন নেভাতে বনকর্মীরা যথেষ্টই তৎপর।

আরও পড়ুন: হুগলির উৎকর্ষ বাংলার প্রশিক্ষণ স্থানে অগ্নিকাণ্ড

আরও পড়ুন: ফের শহরের দু’প্রান্তে বিধ্বংসী আগুন