১৬ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার, ২৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

প্রয়াত মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বাদাবি

চামেলি দাস
  • আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার
  • / 232

পুবের কলম, ওয়েবডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি আর নেই। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল ( ইন্না লিল্লাহে…) করেন।

পাক লাহ নামে পরিচিত বাদাবি ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এ দিন এক ইনস্টাগ্রাম পোস্টে বাদাবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালুদ্দিন। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্বাসকষ্ট নিয়ে রবিবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও জানান তিনি। কুয়ালামপুর ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টাতেও কাজ হয়নি।

আরও পড়ুন: মার্কিন ভিসা ফি বৃদ্ধি, মোদি নীরব কেন: রাহুল

এ দিকে বাদাবির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত ও প্রবীণ রাজনীতিক মাহাথির মুহাম্মদ ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে পদত্যাগ করলে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন আধুল্লাহ। ক্ষমতায় থাকাকালীন মুসলিম-সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছিলেন আধুল্লাহ। অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে মধ্যপন্থী ইসলামের সমর্থক ছিলেন তিনি। তবে ক্ষমতায় থাকাকালীন জ্বালানি ভর্তুকি পর্যালোচনা করা নিয়ে দেশটিতে জনসাধারণের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই জ্বালানি ভর্তুকি পর্যালোচনার জেরে দেশটিতে oব্যমূল্য ব্যাপক বৃদ্ধি পেয়েছিল।

আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত হিমাচলে পৌঁছলেন মোদি, ১৫০০ কোটি টাকা সাহায্য ঘোষণা

পরে সেদেশে নির্বাচন হওয়ার এক বছর পর ২০০৯ সালে পদত্যাগ করেন আবদুল্লাহ। তৎকালীন ক্ষমতাসীন বারিশান ন্যাশনাল জোটে ভাঙনের জেরে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগে বাধ্য হন আধুল্লাহ আহমাদ বাদাবি। এরপর দেশটির ক্ষমতায় আসেন নাজিব রাজাক।

আরও পড়ুন: হেলিকপ্টারে করে পালালেন নেপালের প্রধানমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

প্রয়াত মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী বাদাবি

আপডেট : ১৪ এপ্রিল ২০২৫, সোমবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমদ বাদাবি আর নেই। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ১০ মিনিটে কুয়ালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে তিনি ইন্তেকাল ( ইন্না লিল্লাহে…) করেন।

পাক লাহ নামে পরিচিত বাদাবি ২০০৩ থেকে ২০০৯ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। এ দিন এক ইনস্টাগ্রাম পোস্টে বাদাবির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার জামাতা ও প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী খাইরি জামালুদ্দিন। প্রাক্তন প্রধানমন্ত্রী শ্বাসকষ্ট নিয়ে রবিবার সকালে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলেও জানান তিনি। কুয়ালামপুর ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গেই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টাতেও কাজ হয়নি।

আরও পড়ুন: মার্কিন ভিসা ফি বৃদ্ধি, মোদি নীরব কেন: রাহুল

এ দিকে বাদাবির ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সেদেশের প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আধুনিক মালয়েশিয়ার রূপকার হিসেবে পরিচিত ও প্রবীণ রাজনীতিক মাহাথির মুহাম্মদ ২২ বছর ক্ষমতায় থাকার পর ২০০৩ সালে পদত্যাগ করলে দেশটির পঞ্চম প্রধানমন্ত্রী নির্বাচিত হন আধুল্লাহ। ক্ষমতায় থাকাকালীন মুসলিম-সংখ্যাগরিষ্ঠ মালয়েশিয়ায় দুর্নীতির বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করেছিলেন আধুল্লাহ। অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির লক্ষ্যে মধ্যপন্থী ইসলামের সমর্থক ছিলেন তিনি। তবে ক্ষমতায় থাকাকালীন জ্বালানি ভর্তুকি পর্যালোচনা করা নিয়ে দেশটিতে জনসাধারণের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সেই জ্বালানি ভর্তুকি পর্যালোচনার জেরে দেশটিতে oব্যমূল্য ব্যাপক বৃদ্ধি পেয়েছিল।

আরও পড়ুন: বন্যা বিধ্বস্ত হিমাচলে পৌঁছলেন মোদি, ১৫০০ কোটি টাকা সাহায্য ঘোষণা

পরে সেদেশে নির্বাচন হওয়ার এক বছর পর ২০০৯ সালে পদত্যাগ করেন আবদুল্লাহ। তৎকালীন ক্ষমতাসীন বারিশান ন্যাশনাল জোটে ভাঙনের জেরে দেশটির ইতিহাসে প্রথমবারের মতো সংসদে সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পদত্যাগে বাধ্য হন আধুল্লাহ আহমাদ বাদাবি। এরপর দেশটির ক্ষমতায় আসেন নাজিব রাজাক।

আরও পড়ুন: হেলিকপ্টারে করে পালালেন নেপালের প্রধানমন্ত্রী