০৫ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না শুভেন্দু

রফিকুল হাসান
  • আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার
  • / 48

পুবের কলম প্রতিবেদক, রামনগর: রাজ্যের বিধানসভা নির্বাচনের পর পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিজেপি তথা  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ৫১টি আসনের সব কটি আসনেই বিনা নির্বাচনে জয়ী হল তৃণমূল প্রার্থীরা। বিজেপি একে তৃণমূলের সন্ত্রাসের জন্য বলে দাবি করছে। রাজ্যের শাসকদল তৃণমূল অবশ্য দাবি করেছে মানুষ বিজেপির সাথে নেই, সেটা আরও একবার পরিষ্কার হয়ে গেছে। তাই সমবায় সমিতির নির্বাচনেও ওদের হয়ে কেউ প্রার্থী হতে চায় না।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েতের দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সমবায় সমিতির মোট ৫১ টি আসন। আগামী ১২ নভেম্বর এই আসনগুলিতে নির্বাচন হওয়ার দিন স্থির ছিল। কিন্তু ৫১ টি আসনের একটিতেও সিপিএম, বিজেপি, কংগ্রেস কিংবা অন্য কোনো বিরোধী দল প্রার্থী দিতে না পারায় আর নির্বাচন হবে না। ফলে সব কটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল প্রার্থীরা বিজেপির তরফে দাবি করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নানাভাবে ধমক চমক দেওয়ায় প্রার্থী হতে চায়নি কেউ। সেই অভিযোগ উড়িয়েছে তৃণমূল। 

আরও পড়ুন: শর্তসাপেক্ষে শুভেন্দুকে মহেশতলা যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট

যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, রামনগর বিধানসভা কেন্দ্র থেকে টানা তিনবার রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরিকে বিধায়ক নির্বাচিত করেছেন এলাকার মানুষজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিঘা সহ সমগ্র রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার চলছে। মানুষ তাই বিধানসভা নির্বাচন থেকে সমবায় সমিতির নির্বাচনে একমাত্র তৃণমূলকেই বেছে নিচ্ছে। বিজেপি তথা বিরোধীরা প্রার্থী পায় নি, তাদের আহ্বানে কেউ প্রার্থী হতে রাজি হয় নি, তাই মিথ্যা রটনা রটাচ্ছে। আসলে মানুষ শুভেন্দু অধিকারীদের প্রত্যাখ্যান করেছে। সহজ সত্যিটা মানতে কষ্ট হচ্ছে, তাই শাসকদলের বিরুদ্ধে কুৎসা করছে।  

আরও পড়ুন: মহেশতলা কাণ্ডে NIA তদন্ত চেয়ে হাইকোর্টে বিরোধী দলনেতা শুভেন্দু

আরও পড়ুন: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! ওয়াকআউট বিজেপির

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না শুভেন্দু

আপডেট : ২৬ অক্টোবর ২০২১, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক, রামনগর: রাজ্যের বিধানসভা নির্বাচনের পর পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম সমবায় সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না বিজেপি তথা  বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । ৫১টি আসনের সব কটি আসনেই বিনা নির্বাচনে জয়ী হল তৃণমূল প্রার্থীরা। বিজেপি একে তৃণমূলের সন্ত্রাসের জন্য বলে দাবি করছে। রাজ্যের শাসকদল তৃণমূল অবশ্য দাবি করেছে মানুষ বিজেপির সাথে নেই, সেটা আরও একবার পরিষ্কার হয়ে গেছে। তাই সমবায় সমিতির নির্বাচনেও ওদের হয়ে কেউ প্রার্থী হতে চায় না।

পূর্ব মেদিনীপুর জেলার রামনগর ২ ব্লকের দেপাল গ্রাম পঞ্চায়েতের দেপাল সমবায় কৃষি উন্নয়ন সমিতির সোমবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এই সমবায় সমিতির মোট ৫১ টি আসন। আগামী ১২ নভেম্বর এই আসনগুলিতে নির্বাচন হওয়ার দিন স্থির ছিল। কিন্তু ৫১ টি আসনের একটিতেও সিপিএম, বিজেপি, কংগ্রেস কিংবা অন্য কোনো বিরোধী দল প্রার্থী দিতে না পারায় আর নির্বাচন হবে না। ফলে সব কটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল প্রার্থীরা বিজেপির তরফে দাবি করা হয়েছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা নানাভাবে ধমক চমক দেওয়ায় প্রার্থী হতে চায়নি কেউ। সেই অভিযোগ উড়িয়েছে তৃণমূল। 

আরও পড়ুন: শর্তসাপেক্ষে শুভেন্দুকে মহেশতলা যাওয়ার অনুমতি দিল হাইকোর্ট

যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুপ্রকাশ গিরি বলেন, রামনগর বিধানসভা কেন্দ্র থেকে টানা তিনবার রাজ্যের মৎস্য মন্ত্রী অখিল গিরিকে বিধায়ক নির্বাচিত করেছেন এলাকার মানুষজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিঘা সহ সমগ্র রাজ্যজুড়ে উন্নয়নের জোয়ার চলছে। মানুষ তাই বিধানসভা নির্বাচন থেকে সমবায় সমিতির নির্বাচনে একমাত্র তৃণমূলকেই বেছে নিচ্ছে। বিজেপি তথা বিরোধীরা প্রার্থী পায় নি, তাদের আহ্বানে কেউ প্রার্থী হতে রাজি হয় নি, তাই মিথ্যা রটনা রটাচ্ছে। আসলে মানুষ শুভেন্দু অধিকারীদের প্রত্যাখ্যান করেছে। সহজ সত্যিটা মানতে কষ্ট হচ্ছে, তাই শাসকদলের বিরুদ্ধে কুৎসা করছে।  

আরও পড়ুন: মহেশতলা কাণ্ডে NIA তদন্ত চেয়ে হাইকোর্টে বিরোধী দলনেতা শুভেন্দু

আরও পড়ুন: জোড়া ইস্যুতে তপ্ত বিধানসভা! ওয়াকআউট বিজেপির