০১ জুলাই ২০২৫, মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

‘এক সপ্তাহে ফিরবে’ পুনম সাউ, ফোনে রজনীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

চামেলি দাস
  • আপডেট : ১১ মে ২০২৫, রবিবার
  • / 162

পুবের কলম, ওয়েবডেস্ক: পাক সেনার হাতে ‘বন্দি’  জওয়ান পুনম সাউয়ের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর। অন্তঃসত্ত্বা রজনীর শরীরের খবরও নিলেন তিনি। এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পুনম আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর আশ্বাসে নিশ্চিন্ত রজনী-সহ গোটা সাউ পরিবার।

পহেলগাঁও হামলার পরেরদিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন সেনা জওয়ান পুনম কুমার সাউ। ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি বলে জানা যায়। পাঠানকোটও জানান রজনী সাউ। আশ্বাস নিয়ে ফিরে আসেন। তার মাঝে শুরু হয়ে যায় অপারেশন সিঁদুর। উদ্বেগে দিন কাটাতে থাকে পরিবার। অবশেষে রবিবার পুনম সাউয়ের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রজনী সাউ জানিয়েছেন,  মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আশ্বাস দিয়েছেন,  একসপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পুনম। এতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন গোটা সাউ পরিবার। স্বামীর ফেরার অপেক্ষায় দিন গুনছেন রজনী।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

প্রসঙ্গত, রবিবার সকালেই রজনী সাউ ১০ মিনিটের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও জানান। এরপরেই বিকালে মুখ্যমন্ত্রী রজনী সাউয়ের সঙ্গে ফোনে কথা বলেন।

আরও পড়ুন: রথযাত্রার পরেই তড়িঘড়ি দিঘা থেকে কলকাতায় ফিরলেন মমতা

 

আরও পড়ুন: দিঘায় রথযাত্রার শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

‘এক সপ্তাহে ফিরবে’ পুনম সাউ, ফোনে রজনীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর

আপডেট : ১১ মে ২০২৫, রবিবার

পুবের কলম, ওয়েবডেস্ক: পাক সেনার হাতে ‘বন্দি’  জওয়ান পুনম সাউয়ের স্ত্রীকে ফোন মুখ্যমন্ত্রীর। অন্তঃসত্ত্বা রজনীর শরীরের খবরও নিলেন তিনি। এক সপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পুনম আশ্বাস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর আশ্বাসে নিশ্চিন্ত রজনী-সহ গোটা সাউ পরিবার।

পহেলগাঁও হামলার পরেরদিনই উধমপুরে তল্লাশি চালানোর সময় নিখোঁজ হন সেনা জওয়ান পুনম কুমার সাউ। ভুলবশত পাক ভূখণ্ডে ঢুকে যাওয়ায় পাক সেনার হাতে বন্দি বলে জানা যায়। পাঠানকোটও জানান রজনী সাউ। আশ্বাস নিয়ে ফিরে আসেন। তার মাঝে শুরু হয়ে যায় অপারেশন সিঁদুর। উদ্বেগে দিন কাটাতে থাকে পরিবার। অবশেষে রবিবার পুনম সাউয়ের স্ত্রীকে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রজনী সাউ জানিয়েছেন,  মুখ্যমন্ত্রী তাঁর স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন। আশ্বাস দিয়েছেন,  একসপ্তাহের মধ্যেই বাড়ি ফিরবেন পুনম। এতেই স্বস্তির নিশ্বাস ফেলছেন গোটা সাউ পরিবার। স্বামীর ফেরার অপেক্ষায় দিন গুনছেন রজনী।

আরও পড়ুন: বাংলাদেশের সঙ্গে গঙ্গা জলবণ্টন চুক্তির সংশোধন চায় কেন্দ্র জলচুক্তি নিয়ে মমতার দাবি শুনবে মোদি সরকার

প্রসঙ্গত, রবিবার সকালেই রজনী সাউ ১০ মিনিটের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেও জানান। এরপরেই বিকালে মুখ্যমন্ত্রী রজনী সাউয়ের সঙ্গে ফোনে কথা বলেন।

আরও পড়ুন: রথযাত্রার পরেই তড়িঘড়ি দিঘা থেকে কলকাতায় ফিরলেন মমতা

 

আরও পড়ুন: দিঘায় রথযাত্রার শুভারম্ভ করলেন মুখ্যমন্ত্রী