০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

আজ ওয়াকফ আইনের সুপ্রিম শুনানি

চামেলি দাস
  • আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
  • / 168

পুবের কলম ওয়েবডেস্ক: আজ সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে গত ৫ মে মামলাটি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে শুনানির কথা ছিল। কিন্তু সে দিন মামলাটি শোনেননি তিনি। গত ১৩ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন তিনি। নতুন প্রধান বিচারপতি হয়েছেন বিচারপতি বিআর গবই। গত শুনানির দিন বিচারপতি খন্না জানিয়েছিলেন, তিনি বিচারপতি গবইয়ের বেঞ্চে মামলাটি পাঠাচ্ছেন। আজ ওই মামলার পরবর্তী শুনানি হবে বলে স্থির হয়েছিল। কেন্দ্র ইতিমধ্যে আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে, আইনের কোনও বিধানের উপর কোনও রকমের স্থগিতাদেশের বিরোধিতা করবে না কেন্দ্র।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত কারণ তালিকা অনুসারে, ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) বিআর গাভাই এবং বিচারপতি এজি মাসিহের নেতৃত্বে দুই বিচারপতির বেঞ্চ ১৫ মে ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫ এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানি পুনরায় শুরু করবে।

আরও পড়ুন: ‘ভারতীয় গণতন্ত্রে সংবিধানই সর্বোচ্চ’, ধনকর-দুবেকে বার্তা সুপ্রিম কোর্টের

৫ মে অনুষ্ঠিত পূর্ববর্তী শুনানিতে, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন একটি বেঞ্চ মতামত দিয়েছিল যে তার আসন্ন অবসরের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন পর্যায়ে রায় সংরক্ষণ করার ইচ্ছা তাদের নেই।

আরও পড়ুন: জাফরাবাদের নিহত বাবা-ছেলেকে নিয়ে রাজনীতির অভিযোগ, ‘যার যা মর্জি’ বললেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: আদালতে আইনজীবীরা বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা পাবেন, ঘোষণা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আজ ওয়াকফ আইনের সুপ্রিম শুনানি

আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: আজ সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে গত ৫ মে মামলাটি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে শুনানির কথা ছিল। কিন্তু সে দিন মামলাটি শোনেননি তিনি। গত ১৩ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন তিনি। নতুন প্রধান বিচারপতি হয়েছেন বিচারপতি বিআর গবই। গত শুনানির দিন বিচারপতি খন্না জানিয়েছিলেন, তিনি বিচারপতি গবইয়ের বেঞ্চে মামলাটি পাঠাচ্ছেন। আজ ওই মামলার পরবর্তী শুনানি হবে বলে স্থির হয়েছিল। কেন্দ্র ইতিমধ্যে আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে, আইনের কোনও বিধানের উপর কোনও রকমের স্থগিতাদেশের বিরোধিতা করবে না কেন্দ্র।

সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত কারণ তালিকা অনুসারে, ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) বিআর গাভাই এবং বিচারপতি এজি মাসিহের নেতৃত্বে দুই বিচারপতির বেঞ্চ ১৫ মে ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫ এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানি পুনরায় শুরু করবে।

আরও পড়ুন: ‘ভারতীয় গণতন্ত্রে সংবিধানই সর্বোচ্চ’, ধনকর-দুবেকে বার্তা সুপ্রিম কোর্টের

৫ মে অনুষ্ঠিত পূর্ববর্তী শুনানিতে, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন একটি বেঞ্চ মতামত দিয়েছিল যে তার আসন্ন অবসরের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন পর্যায়ে রায় সংরক্ষণ করার ইচ্ছা তাদের নেই।

আরও পড়ুন: জাফরাবাদের নিহত বাবা-ছেলেকে নিয়ে রাজনীতির অভিযোগ, ‘যার যা মর্জি’ বললেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: আদালতে আইনজীবীরা বিনামূল্যে ওয়াই-ফাই পরিষেবা পাবেন, ঘোষণা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চন্দ্রচূড়ের