আজ ওয়াকফ আইনের সুপ্রিম শুনানি

- আপডেট : ১৫ মে ২০২৫, বৃহস্পতিবার
- / 168
পুবের কলম ওয়েবডেস্ক: আজ সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকফ আইন সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এর আগে গত ৫ মে মামলাটি সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে শুনানির কথা ছিল। কিন্তু সে দিন মামলাটি শোনেননি তিনি। গত ১৩ মে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিয়েছেন তিনি। নতুন প্রধান বিচারপতি হয়েছেন বিচারপতি বিআর গবই। গত শুনানির দিন বিচারপতি খন্না জানিয়েছিলেন, তিনি বিচারপতি গবইয়ের বেঞ্চে মামলাটি পাঠাচ্ছেন। আজ ওই মামলার পরবর্তী শুনানি হবে বলে স্থির হয়েছিল। কেন্দ্র ইতিমধ্যে আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে, আইনের কোনও বিধানের উপর কোনও রকমের স্থগিতাদেশের বিরোধিতা করবে না কেন্দ্র।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত কারণ তালিকা অনুসারে, ভারতের প্রধান বিচারপতি (সিজেআই) বিআর গাভাই এবং বিচারপতি এজি মাসিহের নেতৃত্বে দুই বিচারপতির বেঞ্চ ১৫ মে ওয়াকফ (সংশোধন) আইন, ২০২৫ এর সাংবিধানিক বৈধতাকে চ্যালেঞ্জ করে দায়ের করা আবেদনের শুনানি পুনরায় শুরু করবে।
৫ মে অনুষ্ঠিত পূর্ববর্তী শুনানিতে, প্রাক্তন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বাধীন একটি বেঞ্চ মতামত দিয়েছিল যে তার আসন্ন অবসরের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন পর্যায়ে রায় সংরক্ষণ করার ইচ্ছা তাদের নেই।