আক্তারুল খান, উলুবেড়িয়া: এবার থেকে রাতেও জাহাজ চলাচল করবে কলকাতা বন্দরে। হুগলি নদী দিয়ে জাহাজ চলাচলের পরিকাঠামো প্রস্তুত। সেই লক্ষ্যে চালু হচ্ছে নাইট নেভিগেশনের ব্যবস্থা। এই ব্যবস্থাকে কার্যকরী করে তুলতে হাওড়ার উলুবেড়িয়ার দিকে হুগলি নদীর কালীনগর ও তৎসংলগ্ন নদী তীরবর্তী এলাকায় বসানো হচ্ছে উন্নত প্রযুক্তির নেভিগেশন টাওয়ার। এখন কলকাতা বন্দরে জাহাজ চলাচল করে হুগলি নদীর মন বুঝে। দিনে কখন জোয়ার আসবে, সেই অনুযায়ী নির্ভর করে জাহাজ চলাচল করে। কিন্তু রাতে জোয়ার থাকলেও পণ্যবাহী জাহাজ চলাচল করতে পারে না। এই অবস্থায় নতুন প্রযুক্তির নাইট নেভিগেশন ব্যবস্থা চালু করল কলকাতা বন্দর।
বন্দর সূত্রে খবর, কলকাতা বন্দর থেকে বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে পৌঁছনোর জন্য জাহাজকে হুগলি নদী দিয়ে যেতে হয়। এই নদীপথে অনেকগুলি বাঁক ও অগভীর অংশ সহ বিভিন্ন সমস্যা আছে। এর মধ্যে কলকাতা থেকে নূরপুর পর্যন্ত জাহাজ চালানো খুবই কঠিন। কারণ, এই অংশে বেশ কিছু জায়গায় জাহাজ যাওয়ার চ্যানেল নদীর একদিক থেকে অন্য দিকে সরে যায়। এই নদীপথে এত বেশি ঝুঁকি থাকার কারণে রাতের বেলা জাহাজ চালানো যেত না।
অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়ে সেই বাধা কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। কলকাতা বন্দর সূত্রে খবর, ইতিমধ্যেই নাইট নেভিগেশন প্রযুক্তির মধ্য দিয়ে পরীক্ষামূলকভাবে রাতে এই রুটে জাহাজ চলাচল করেছে। রাতে হুগলি নদীতে জাহাজ চলাচল শুরু হওয়ার ফলে কলকাতা বন্দর আরও উন্নত হবে বলে দাবি আধিকারিকদের।























