ভারত থেকে পাঠানো আম ফেরত পাঠাল আমেরিকা

- আপডেট : ১৯ মে ২০২৫, সোমবার
- / 1006
পুবের কলম, ওয়েবডেস্ক: ক্ষতির মুখে আম রফতানি। ভারত থেকে পাঠানো আম বিমানবন্দর থেকেই ফেরত পাঠাল আমেরিকা। বিপুল পরিমাণে আম নষ্ট হওয়ার পাশাপাশি মোটা অঙ্কের ক্ষতির মুখে আম রফতানিকারকেরা।
সূত্রের খবর, চলতি মাসে লস অ্যাঞ্জেলেস, সান ফ্রান্সিসকো, আটলান্টার মতো আমেরিকার বিভিন্ন বিমানবন্দরে ভারতের পাঠানো অন্তত ১৫টি আমের ‘শিপমেন্ট’ বাতিল করে দেওয়া হয়েছে। অন্য দিকে, ওই আম দেশে ফিরিয়ে আনতে যে পরিমাণ মাশুল গুনতে হবে, সে কথা ভেবে আমগুলি আমেরিকাতেই ফেলে আসার কথা ভাবছেন রফতানিকারকেরা। যদিও এই ১৫ দফায় পাঠানো শিপমেন্টে কত পরিমাণে আম রফতানি করা হয়েছিল, তা স্পষ্ট জানা যায়নি। তবে মনে করা হচ্ছে, এর জেরে প্রায় ৫ লক্ষ মার্কিন ডলার ক্ষতি হতে চলেছে দেশের আম ব্যবসায়ীদের, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪ কোটি ২৭ লক্ষ ২০ হাজার টাকার কাছাকাছি।
সূত্রের খবর, রফতানির আগে গত ৮ ও ৯ মে মুম্বই থেকে আম রফতানির যাবতীয় প্রয়োজনীয় কাগজপত্রের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছিল। রফতানি সংক্রান্ত সে সব কাগজপত্রে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ। সে কারণেই এই বিপুল পরিমাণ আম ফিরিয়ে দিয়েছে আমেরিকা বলে খবর।
প্রসঙ্গত, ভারতে উৎপাদিত আম রফতানির জন্য সবচেয়ে বড় বাজার আমেরিকা। যেহেতু আম দ্রুত পচনশীল, তাই সাধারণত বিমানে করেই ভারত থেকে আমেরিকায় আম পাঠানো হয়। ফলে আমের রফতানির খরচও বিপুল। তাই ওই আম দেশে ফিরিয়ে আনার চেয়ে বাধ্য হয়ে আমেরিকাতেই বিনষ্ট করে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিপুল পরিমাণে ক্ষতির আশঙ্কায় মাথায় হাত পড়েছে আম রফতানিকারকদের।