০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
বিরাটকে রোল মডেল মানছেন পাক ক্রিকেটার সানা মীর
সুস্মিতা
- আপডেট : ২৭ অক্টোবর ২০২১, বুধবার
- / 33
পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তানের মহিলা জাতীয় দলের ক্রিকেটার হিসেবে তাঁর খ্যাতি এই মুহূর্তে বিশ্বজোড়া। তিনি সানা মীর। পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেনও বটে। সেই সানা মীর মুগ্ধ হয়েছেন বিরাট কোহলির আচরণে। পাকিস্তানের কাছে হারের পর রিজওয়ানকে যে ভাবে জড়িয়ে ধরেছেন বিরাট, তা ভালো লেগেছে মীরের। এক লহমায় বিরাট তার কাছে ক্রিকেটের রোল মডেল হয়ে গিয়েছেন। সানা বলছেন,’ক্রিকেটীয় আচরণের প্রকৃত অভিব্যক্তি রেখেছেন বিরাট কোহলি । হেরে যাবার পরও মেজাজ না হারিয়ে যেভাবে বিরাট প্রতিপক্ষ দলের প্রতি নিজের শুভেচ্ছা জানালেন, সেটা সত্যিই দেখার মতো। আমি তাই বিরাট কোহলি কে বিশ্ব ক্রিকেটের রোল মডেল হিসেবে মানি। কারণ, একজন এথলেট এর প্রকৃত স্পিরিট জানেন তিনি।
Tag :




























