২৬ জুলাই ২০২৫, শনিবার, ১০ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সব ক্যামেরার সামনে হয়েছে, কেউ প্রমাণ চাইতে পারবেনা, অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার মোদির

চামেলি দাস
  • আপডেট : ২৭ মে ২০২৫, মঙ্গলবার
  • / 146

পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার গুজরাতের গান্ধীনগরের জনসভা থেকে বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব ক্যামেরার সামনে করা হয়েছে, যাতে কেউ প্রমাণ চাইতে না পারে। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বক্তৃতা দিতে গিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

অপারেশন সিঁদুরের পর প্রথমবার গুজরাতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারের পর মঙ্গলবারও জনসভা করেন তিনি। গান্ধীনগরের জনসভা থেকে মোদি বলেন, “ভারত হল সাহসীদের জন্মভূমি। এতদিন ধরে যেটাকে ছায়াযুদ্ধ বলে ধরা হত, ৬ মে-র পর থেকে সেটা আর বলা যাবে না। কারণ পাকিস্তানে যেসব জঙ্গি নিকেশ হয়েছিল তাদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয়। কফিনের উপর পাক পতাকা রেখে স্যালুট করেছিল সেনা। তাই ছায়াযুদ্ধ নয়, এটা পুরোপুরি পরিকল্পিত হামলা।”

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

প্রধানমন্ত্রী আরও বলেন, “মাত্র ২২ মিনিটের মধ্যে জঙ্গিদের ৯টি ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর এবার পুরোটাই ঘটেছে ক্যামেরার সামনে, যেন ঘরে ফিরে আসার পর আর কেউ প্রমাণ চাইতে না পারে।” ২০১৯ সালে বালাকোট এয়ার স্ট্রাইকের পর ওয়াকিবহাল মহল থেকে নানারকম প্রশ্ন ওঠে। অনেকেই প্রশ্ন তুলছিলেন, আদৌ এই ধরনের কোনও স্ট্রাইক হয়েছে কিনা?

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

কেউ প্রশ্ন তুলছিলেন, যদি স্ট্রাইক হয়ে থাকে তাহলে বায়ুসেনা নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে পেরেছে কিনা? এয়ার স্ট্রাইকে পাকিস্তানের আদৌ কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা কোনও জঙ্গির মৃত্যু হয়েছে কিনা এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল ভারতীয় বায়ুসেনাকে। বালাকোটে জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণ কোথায় তা নিয়েও প্রশ্ন উঠেছিল। অপারেশন সিঁদুরের পর এমন প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: ত্রিনিদাদে প্রথম বিদেশি নেতা হিসাবে সর্বোচ্চ সম্মান পেলেন মোদি

 

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সব ক্যামেরার সামনে হয়েছে, কেউ প্রমাণ চাইতে পারবেনা, অপারেশন সিঁদুর নিয়ে হুঙ্কার মোদির

আপডেট : ২৭ মে ২০২৫, মঙ্গলবার

পুবের কলম, ওয়েবডেস্ক: মঙ্গলবার গুজরাতের গান্ধীনগরের জনসভা থেকে বিরোধীদের খোঁচা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব ক্যামেরার সামনে করা হয়েছে, যাতে কেউ প্রমাণ চাইতে না পারে। অপারেশন সিঁদুরের সাফল্য নিয়ে বক্তৃতা দিতে গিয়ে স্পষ্ট জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

অপারেশন সিঁদুরের পর প্রথমবার গুজরাতে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবারের পর মঙ্গলবারও জনসভা করেন তিনি। গান্ধীনগরের জনসভা থেকে মোদি বলেন, “ভারত হল সাহসীদের জন্মভূমি। এতদিন ধরে যেটাকে ছায়াযুদ্ধ বলে ধরা হত, ৬ মে-র পর থেকে সেটা আর বলা যাবে না। কারণ পাকিস্তানে যেসব জঙ্গি নিকেশ হয়েছিল তাদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য হয়। কফিনের উপর পাক পতাকা রেখে স্যালুট করেছিল সেনা। তাই ছায়াযুদ্ধ নয়, এটা পুরোপুরি পরিকল্পিত হামলা।”

আরও পড়ুন: ব্রিকসের মঞ্চে পহলেগাঁও নিয়ে সরব মোদি, ‘সন্ত্রাসবাদ মানবতার জন্য ক্ষতিকর’

প্রধানমন্ত্রী আরও বলেন, “মাত্র ২২ মিনিটের মধ্যে জঙ্গিদের ৯টি ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। আর এবার পুরোটাই ঘটেছে ক্যামেরার সামনে, যেন ঘরে ফিরে আসার পর আর কেউ প্রমাণ চাইতে না পারে।” ২০১৯ সালে বালাকোট এয়ার স্ট্রাইকের পর ওয়াকিবহাল মহল থেকে নানারকম প্রশ্ন ওঠে। অনেকেই প্রশ্ন তুলছিলেন, আদৌ এই ধরনের কোনও স্ট্রাইক হয়েছে কিনা?

আরও পড়ুন: ১৮ জুলাই ফের বঙ্গ সফরে আসছেন মোদি, কোথায় জনসভা করবেন তা নিয়ে জল্পনা তুঙ্গে

কেউ প্রশ্ন তুলছিলেন, যদি স্ট্রাইক হয়ে থাকে তাহলে বায়ুসেনা নির্ধারিত লক্ষ্যে আঘাত হানতে পেরেছে কিনা? এয়ার স্ট্রাইকে পাকিস্তানের আদৌ কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা বা কোনও জঙ্গির মৃত্যু হয়েছে কিনা এমন হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছিল ভারতীয় বায়ুসেনাকে। বালাকোটে জঙ্গি ঘাঁটি ধ্বংসের প্রমাণ কোথায় তা নিয়েও প্রশ্ন উঠেছিল। অপারেশন সিঁদুরের পর এমন প্রশ্ন তোলার সুযোগ নেই বলে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আরও পড়ুন: ত্রিনিদাদে প্রথম বিদেশি নেতা হিসাবে সর্বোচ্চ সম্মান পেলেন মোদি