২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সিঙ্গাপুরের রাষ্ট্রদূত- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক অভিষেকদের, শ্রদ্ধা জানালেন নেতাজি- শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দকেও

চামেলি দাস
  • আপডেট : ২৭ মে ২০২৫, মঙ্গলবার
  • / 128

পুবের কলম প্রতিবেদক: জাপান, দক্ষিণ কোরিয়ার পর এবার সিঙ্গাপুরে পৌঁছলেন অভিষেকসহ ভারতের সংসদীয় প্রতিনিধিদল। বিদেশের মাটিতে অপারেশন সিঁদুর -এর কথা জানাতে, সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে সিঙ্গাপুর পৌঁছে মঙ্গলবার সেখানকার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন অভিষেকরা। প্রতিনিধি দলের সদস্যরা প্রথমেই সেখানকার ভারতের হাইকমিশনের রাষ্ট্রদূত শিল্পক অ্যাম্বুলের সঙ্গে দেখা করেন। এরপর সিঙ্গাপুরের বিদেশ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সিম আনের সঙ্গে বৈঠক শুরু হয়|

সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে পূর্ব এশিয়ার প্রতিটি দেশে গিয়ে নিজের বক্তব্যের মাধ্যমে নজর কেড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি জায়গাতেই তিনি বিদেশের সঙ্গে বাংলার তথা বাঙালির ঐতিহ্যের যোগের সন্ধান করেছেন এবং তা তুলে ধরেছেন বিদেশের মাটিতে।

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

সিঙ্গাপুরের রাষ্ট্রদূত- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক অভিষেকদের, শ্রদ্ধা জানালেন নেতাজি- শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দকেও

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

জাপানে গিয়ে যেমন পাকিস্তানের মুখোশ খুলেছেন তেমনি রাসবিহারী বসুর স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণ নিয়ে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। দক্ষিণ কোরিয়ায় গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবিচল অবস্থানের কথা তুলে ধরেছেন। সন্ত্রাসবাদের মদতদাতাদের রুখতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান করেছেন। আবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে রবীন্দ্রনাথের সাংস্কৃতিক যোগসূত্রকেও তিনি তুলে ধরেছেন। মঙ্গলবার সিঙ্গাপুরের সরকারি কর্মকাণ্ড এবং থিংক ট্যাংক- এর সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রতিনিধি দল। সেখানে  পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিঁদুর এবং সন্ত্রাস দমন নীতির কথা তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি

এছাড়া সিঙ্গাপুরে উচ্চপদস্থ নেতৃত্বের সঙ্গে বৈঠকের আগেই মঙ্গলবার এসপ্লানেড পার্কে আইএনএ মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানান অভিষেক। সেই খবর জানিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক  এক্স হ্যান্ডলে লেখেন, সিঙ্গাপুরে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে আইএনএ মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার সৌভাগ্য হয়েছে| আইএনএ স্মৃতিস্তম্ভর সংস্কারের কাজ চলছে। সেই কারণে বাইরে থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। এই মুহূর্তটি আমার মনে গভীর আবেগ জাগিয়ে তুলেছিল। নেতাজির মতো বিপ্লবীদের নেতৃত্বে পরিচালিত সংগ্রাম একটি মর্মস্পর্শী স্মৃতি।

এদিন সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশনও পরিদর্শন করেন অভিষেক। রামকৃষ্ণ মঠ মিশন ঘুরে তিনি পরমহংস সারদাদেবী ও স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করে লিখেছেন, সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করার সৌভাগ্য হল আমার। এটি একটি আধ্যাত্মিক ও মানবিক প্রতিষ্ঠান। যা শ্রীরামকৃষ্ণ, মা সারদাদেবী এবং স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপর অভিষেক লেখেন তাঁদের শিক্ষা ও প্রজ্ঞা সর্বদা আমার জীবনে একটি পথপ্রদর্শক আলো। আমরা যেন শান্তির প্রতি আমাদের অঙ্গীকারে অটল থাকি এবং আমাদের সভ্যতায় দীর্ঘকাল ধরে থাকা মূল্যবোধগুলিকে সংহত করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকি।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সিঙ্গাপুরের রাষ্ট্রদূত- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক অভিষেকদের, শ্রদ্ধা জানালেন নেতাজি- শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দকেও

আপডেট : ২৭ মে ২০২৫, মঙ্গলবার

পুবের কলম প্রতিবেদক: জাপান, দক্ষিণ কোরিয়ার পর এবার সিঙ্গাপুরে পৌঁছলেন অভিষেকসহ ভারতের সংসদীয় প্রতিনিধিদল। বিদেশের মাটিতে অপারেশন সিঁদুর -এর কথা জানাতে, সন্ত্রাসবাদে মদতকারী পাকিস্তানের মুখোশ খুলতে সিঙ্গাপুর পৌঁছে মঙ্গলবার সেখানকার সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন অভিষেকরা। প্রতিনিধি দলের সদস্যরা প্রথমেই সেখানকার ভারতের হাইকমিশনের রাষ্ট্রদূত শিল্পক অ্যাম্বুলের সঙ্গে দেখা করেন। এরপর সিঙ্গাপুরের বিদেশ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সিম আনের সঙ্গে বৈঠক শুরু হয়|

সর্বদলীয় সংসদীয় প্রতিনিধিদলের সদস্যদের মধ্যে পূর্ব এশিয়ার প্রতিটি দেশে গিয়ে নিজের বক্তব্যের মাধ্যমে নজর কেড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিটি জায়গাতেই তিনি বিদেশের সঙ্গে বাংলার তথা বাঙালির ঐতিহ্যের যোগের সন্ধান করেছেন এবং তা তুলে ধরেছেন বিদেশের মাটিতে।

আরও পড়ুন: পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাসের উল্লেখ নেই এসসিও-র নথিতে, স্বাক্ষর করলেন না রাজনাথ সিং

সিঙ্গাপুরের রাষ্ট্রদূত- স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক অভিষেকদের, শ্রদ্ধা জানালেন নেতাজি- শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দকেও

আরও পড়ুন: পহেলগাঁও নিয়ে ফের সওয়াল অভিষেকের, ডবল ইঞ্জিন রাজ্যে দুর্ঘটনার পরিমাণ বেশি জানান ডায়মন্ড হারবারের সাংসদ

জাপানে গিয়ে যেমন পাকিস্তানের মুখোশ খুলেছেন তেমনি রাসবিহারী বসুর স্মৃতিসৌধের রক্ষণাবেক্ষণ নিয়ে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। দক্ষিণ কোরিয়ায় গিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবিচল অবস্থানের কথা তুলে ধরেছেন। সন্ত্রাসবাদের মদতদাতাদের রুখতে আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান করেছেন। আবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে রবীন্দ্রনাথের সাংস্কৃতিক যোগসূত্রকেও তিনি তুলে ধরেছেন। মঙ্গলবার সিঙ্গাপুরের সরকারি কর্মকাণ্ড এবং থিংক ট্যাংক- এর সদস্যদের সঙ্গে বৈঠকে বসেন ভারতের প্রতিনিধি দল। সেখানে  পহেলগাঁও জঙ্গি হামলার পর ভারতের অপারেশন সিঁদুর এবং সন্ত্রাস দমন নীতির কথা তুলে ধরেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: ‘অপারেশন সিন্দুর’ সন্ত্রাসবাদের জন্য কড়া জবাব: মোদি

এছাড়া সিঙ্গাপুরে উচ্চপদস্থ নেতৃত্বের সঙ্গে বৈঠকের আগেই মঙ্গলবার এসপ্লানেড পার্কে আইএনএ মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধা জানান অভিষেক। সেই খবর জানিয়ে তৃণমূলের সাধারণ সম্পাদক  এক্স হ্যান্ডলে লেখেন, সিঙ্গাপুরে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে আইএনএ মেমোরিয়ালে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি অর্পণ করার সৌভাগ্য হয়েছে| আইএনএ স্মৃতিস্তম্ভর সংস্কারের কাজ চলছে। সেই কারণে বাইরে থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছি। এই মুহূর্তটি আমার মনে গভীর আবেগ জাগিয়ে তুলেছিল। নেতাজির মতো বিপ্লবীদের নেতৃত্বে পরিচালিত সংগ্রাম একটি মর্মস্পর্শী স্মৃতি।

এদিন সিঙ্গাপুরে রামকৃষ্ণ মিশনও পরিদর্শন করেন অভিষেক। রামকৃষ্ণ মঠ মিশন ঘুরে তিনি পরমহংস সারদাদেবী ও স্বামীজীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করে লিখেছেন, সিঙ্গাপুরের রামকৃষ্ণ মিশন পরিদর্শন করার সৌভাগ্য হল আমার। এটি একটি আধ্যাত্মিক ও মানবিক প্রতিষ্ঠান। যা শ্রীরামকৃষ্ণ, মা সারদাদেবী এবং স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। এরপর অভিষেক লেখেন তাঁদের শিক্ষা ও প্রজ্ঞা সর্বদা আমার জীবনে একটি পথপ্রদর্শক আলো। আমরা যেন শান্তির প্রতি আমাদের অঙ্গীকারে অটল থাকি এবং আমাদের সভ্যতায় দীর্ঘকাল ধরে থাকা মূল্যবোধগুলিকে সংহত করতে দৃঢ়প্রতিজ্ঞ থাকি।