একই কমান্ডারের অধীনে কাজ করবে তিনবাহিনী, ২৭ মে থেকে কার্যকর হয়েছে নতুন নিয়ম

- আপডেট : ২৮ মে ২০২৫, বুধবার
- / 141
পুবের কলম ওয়েবডেস্ক: একই কমান্ডারের অধীনে একসঙ্গে কাজ করবে স্থল, নৌ এবং বায়ুসেনা। অর্থাৎ ‘যৌথ কমান্ডে’ পরিচালিত হবে ভারতের তিনবাহিনী। ২৭ মে থেকে কার্যকর হয়েছে নতুন নিয়ম।
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরণে হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে। এরপর ৭ মে পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী। অপারেশন সিঁদুর সফল করতে যৌথভাবে কাজ করেছিল তিন বাহিনী। এবার থেকে শত্রুদের যোগ্য জবাব দিতে একসঙ্গে কাজ করবে স্থল, নৌ ও বায়ুসেনা। একই কমান্ডারের অধীনে কাজ করবে তিন বাহিনী। তিনি যা নির্দেশ দেবেন তাই পালন করবে তিন বাহিনীর সেনাকর্মীরা।
প্রতিরক্ষা মন্ত্রকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সশস্ত্র তিন বাহিনী যাতে আরও সুষ্ঠভাবে কাজ করতে পারে, বলিষ্ঠ পদক্ষেপে যাতে কোনও জটিলতা না হয়, তার জন্যই এই পদক্ষেপ। ২০২৩ সালের বাদল অধিবেশন সংসদের দুই কক্ষেই পাশ হয়েছিল ইন্টার সার্ভিস অর্গানাইজেশন বিল, ২০২৩। তারপর সেই বছরই ১৫ আগস্ট বিলটিতে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি। তারপরই তা আইনে পরিণত হয়। নয়া এই আইন ইন্টার সার্ভিস অর্গানাইজেশনের কমান্ডা-ইন-চিফ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে ক্ষমতা দেয় অধীনস্থ কর্মীদের সুষ্ঠুভাবে পরিচালনার। এই নতুন আইন সশস্ত্র বাহিনীর প্রতিটি শাখার জন্যই প্রযোজ্য।
Govt has notified the rules under Inter-Services Organisations (Command, Control & Discipline) Act 2023 which will enable greater jointness and Command efficiency in Armed Forces The Rules formulated under the Inter-Services Organisations (Command, Control and Discipline) Act… pic.twitter.com/WTzC5kza3e
— ANI (@ANI) May 28, 2025