১৫ অক্টোবর ২০২৫, বুধবার, ২৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় শিশু হত্যার বেদনায় যুদ্ধবিরতির দাবি পোপ লিওর

চামেলি দাস
  • আপডেট : ২৮ মে ২০২৫, বুধবার
  • / 358

পুবের কলম ওয়েবডেস্ক: পোপ লিও বুধবার গাজায় যুদ্ধবিরতির আহবান জানিয়ে ইসরাইল ও হামাসের কাছে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘গাজার বাচ্চাদের মৃতদেহ আঁকড়ে ধরে মা-বাবার যন্ত্রণাদায়ক আর্তনাদ স্বর্গে পৌঁছে যাচ্ছে।’ তিনি দায়ীদের উদ্দেশে বলেন, ‘যুদ্ধ বন্ধ করুন, সব বন্দি মুক্ত করুন, মানবিক আইনকে পুরোপুরি সম্মান করুন।’

নবনির্বাচিত পোপ লিও ইউক্রেনে যুদ্ধ বন্ধেরও আবেদন করেছেন। মানুষের ওপর হামলার নিন্দা জানিয়ে পোপ বলেন, ‘যুদ্ধ বন্ধ করুন এবং শান্তি ও আলোচনার যেকোনও উদ্যোগকে সমর্থন করুন।’ তিনি তার সাধারণ জনসভায় ইতালীয় ভাষায় এই আবেদন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যও দেন।

মঙ্গলবার গাজার ১১ সপ্তাহের অবরোধ শেষে হাজার হাজার লোক মানবিক সহায়তা কেন্দ্রের দিকে ছুটে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। ইসরাইল এই অবরোধ চাপিয়েছিল মার্চে, অভিযোগ করে যে হামাস ত্রাণ সামগ্রী আটকাচ্ছে, যা হামাস অস্বীকার করে।

আরও পড়ুন: যুদ্ধবিরতির চুক্তিতে গাজাবাসীর আনন্দ, তবে আছে উৎকণ্ঠাও

পোপ ফ্রান্সিস এপ্রিলের ২১ তারিখে মারা যান, মৃত্যুর আগে গাজার ইসরাইলি সামরিক অভিযানের তীব্র সমালোচনা করছিলেন। তিন সপ্তাহ পোপ থাকাকালীন লিও ইতিমধ্যেই গাজার সংকট নিয়ে কয়েকবার কথা বলেছেন। প্রথম জনসভায় তিনি ইসরাইলকে গাজার জন্য আরও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে বলেছেন।

আরও পড়ুন: কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০

তিনি বুধবার আরও জানান, গাজার পিতামাতা ‘অবিরাম খাবারের সন্ধান ও বোমাবর্ষণ থেকে নিরাপদ স্থানের জন্য সংগ্রাম করছেন।’ ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যেখানে প্রায় ১,২০০ মানুষ নিহত ও ২৫১ জন বন্দি হন। এই হামলায় গাজার ৫৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং গাজা বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুন: মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় শিশু হত্যার বেদনায় যুদ্ধবিরতির দাবি পোপ লিওর

আপডেট : ২৮ মে ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: পোপ লিও বুধবার গাজায় যুদ্ধবিরতির আহবান জানিয়ে ইসরাইল ও হামাসের কাছে আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার অনুরোধ করেছেন। তিনি বলেন, ‘গাজার বাচ্চাদের মৃতদেহ আঁকড়ে ধরে মা-বাবার যন্ত্রণাদায়ক আর্তনাদ স্বর্গে পৌঁছে যাচ্ছে।’ তিনি দায়ীদের উদ্দেশে বলেন, ‘যুদ্ধ বন্ধ করুন, সব বন্দি মুক্ত করুন, মানবিক আইনকে পুরোপুরি সম্মান করুন।’

নবনির্বাচিত পোপ লিও ইউক্রেনে যুদ্ধ বন্ধেরও আবেদন করেছেন। মানুষের ওপর হামলার নিন্দা জানিয়ে পোপ বলেন, ‘যুদ্ধ বন্ধ করুন এবং শান্তি ও আলোচনার যেকোনও উদ্যোগকে সমর্থন করুন।’ তিনি তার সাধারণ জনসভায় ইতালীয় ভাষায় এই আবেদন করেন এবং সংক্ষিপ্ত বক্তব্যও দেন।

মঙ্গলবার গাজার ১১ সপ্তাহের অবরোধ শেষে হাজার হাজার লোক মানবিক সহায়তা কেন্দ্রের দিকে ছুটে গেলে বিশৃঙ্খলা তৈরি হয়। ইসরাইল এই অবরোধ চাপিয়েছিল মার্চে, অভিযোগ করে যে হামাস ত্রাণ সামগ্রী আটকাচ্ছে, যা হামাস অস্বীকার করে।

আরও পড়ুন: যুদ্ধবিরতির চুক্তিতে গাজাবাসীর আনন্দ, তবে আছে উৎকণ্ঠাও

পোপ ফ্রান্সিস এপ্রিলের ২১ তারিখে মারা যান, মৃত্যুর আগে গাজার ইসরাইলি সামরিক অভিযানের তীব্র সমালোচনা করছিলেন। তিন সপ্তাহ পোপ থাকাকালীন লিও ইতিমধ্যেই গাজার সংকট নিয়ে কয়েকবার কথা বলেছেন। প্রথম জনসভায় তিনি ইসরাইলকে গাজার জন্য আরও মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দিতে বলেছেন।

আরও পড়ুন: কে রুখবে নেতানিয়াহুকে? ট্রাম্পের শান্তি আহ্বান অগ্রাহ্য করে গাজায় ইসরাইলের ভয়াবহ হামলা, নিহত ৭০

তিনি বুধবার আরও জানান, গাজার পিতামাতা ‘অবিরাম খাবারের সন্ধান ও বোমাবর্ষণ থেকে নিরাপদ স্থানের জন্য সংগ্রাম করছেন।’ ইসরাইল ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের আক্রমণের পর গাজার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে, যেখানে প্রায় ১,২০০ মানুষ নিহত ও ২৫১ জন বন্দি হন। এই হামলায় গাজার ৫৪,০০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং গাজা বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুন: মাঝ পথেই থেমে গেল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, আটক শেষ জাহাজটিও