বেঙ্গালুরুতে আরসিবি-র সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১১! আহত বহু

- আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার
- / 157
পুবের কলম ওয়েবডেস্ক: আরসিবি’র বিজয় মিছিল ঘিরে দুর্ঘটনা। চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে বিজয় মিছিলে পদপিষ্ট হয়ে অন্তত এগারোজনের মৃত্যু। তাঁদের মধ্যে একজন মহিলা। আরও ২৫ জন আহত হয়েছে বলে খবর। সেখানে ৬ বছরের এক শিশুও আছে বলে জানা যাচ্ছে। ভাইরাল ভিডিওয় দেখা যায়, পুলিশ একজনকে কোলে করে ছুটছেন। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে খবর।
বুধবার বিকেলে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি’র ট্রফিজয়ের সেলিব্রেশন হয়। সকাল থেকেই বাইরে হাজার-হাজার জনতা জড়ো হয়েছিলেন। রাস্তায় বিরাট যানজট হয়ে যায়। পুলিশ লাঠিচার্জ শুরু করলে বিশৃঙ্খলা আরও বাড়ে। সেই ভিড়ের মধ্যেই আচমকা পদপিষ্টের ঘটনা ঘটে। প্রাণে বাঁচতে সমর্থকরা একে-অপরকে টপকে পালাতে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত সাতজনের মৃত্যু ঘটেছে। অ্যাম্বুল্যান্সের সাহায্যে অসুস্থদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার জানিয়েছেন, “পরিস্থিতি সামলানোর জন্য ৫০০০ নিরাপত্তারক্ষী ছিল। কিন্তু আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারিনি। তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। হতাহতের সংখ্যা এখনই বলা সম্ভব নয়।”
🚨 Two people including a child, reportedly died in a stampede at Chinnaswamy Stadium during RCB’s victory celebrations pic.twitter.com/IFUCeFWgfN
— Prayag (@theprayagtiwari) June 4, 2025
Who organizes a mass celebration without barricades or a proper strategy? This isn’t just a celebration gone wrong; it’s a complete administrative failure. 🤬#chinnaswamystadium #Stampede #RCB pic.twitter.com/QungWARdTZ
— The Letter S (@WhyTheLetter_S) June 4, 2025