২৭ জুলাই ২০২৫, রবিবার, ১১ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
হাসপাতালে দেখতে গেলেন মন্ত্রী স্বপন

গুজরাতে কাজে গিয়ে নির্যাতনের শিকার কালনার নাবালক

চামেলি দাস
  • আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার
  • / 132

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হল পূর্ব বর্ধমান জেলার কালনার ১২ বছরের এক নাবালক। তার নাম গণেশ দুর্লভ, বাবা বিশ্বনাথ দুর্লভ। বর্তমানে সে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুরে তাঁকে দেখতে হাসপাতালে হাজির হন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে পারিবারিক আর্থিক সংকটের কারণে কালনার উপলতি এলাকার ওই নাবালকের পরিবার তাকে গুজরাতের রাজকোটে কাজে পাঠিয়ে দেয়। এই কাজে মধ্যস্থতা করেন পূর্ব বর্ধমানেরই শিকারপুর এলাকার এক ব্যক্তি। রাজকোটে গিয়ে এক হোটেলে কাজ শুরু করে ওই নাবালক। অভিযোগ, শিকারপুরের ওই মালিক প্রতিনিয়ত তাকে মারধর করত। সামান্য কারণে, যেমন ভাত নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে তাকে নৃশংসভাবে পেটানো হত। মারধরের পরিমাণ এতটাই ছিল যে, বর্তমানে সে স্বাভাবিকভাবে হাঁটতেও পারছে না। এমন কী মুখ খুলে নিজের যন্ত্রণা ঠিক করে বলতে পারার অবস্থাতেও নেই।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত: মৃত্যু ১৮, তৎপর রাজ্য প্রশাসন

এই ঘটনার কথা জানতে পেরে বুধবার দুপুরে কালনা হাসপাতালে যান মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, ‘ছেলেটির অবস্থা খুবই খারাপ। আমি সুপারকে বলেছি যাতে তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি, পুলিশের সঙ্গে কথা বলেছি যাতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।’ অন্যদিকে, হাসপাতাল সূত্রে জানা গেছে, ছেলেটির শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে সে অত্যন্ত ভীত এবং আতঙ্কিত।

আরও পড়ুন: আমদাবাদ বিমান দুর্ঘটনার জের, ড্রিমলাইনারের সমস্ত পরিষেবা বন্ধ রাখার চিন্তা কেন্দ্রের

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালনা সহ গোটা পূর্ব বর্ধমান জেলায়। সমাজের বিভিন্ন স্তর থেকে অভিযুক্তের শাস্তি ও নাবালকের যথাযথ পুনর্বাসনের দাবি উঠেছে। শিশু সুরক্ষা কমিশন ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ইতিমধ্যেই বিষয়টির দিকে নজর দিচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: ভেঙে পড়া বিমানে মৃত্যু গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর

Tag :

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাসপাতালে দেখতে গেলেন মন্ত্রী স্বপন

গুজরাতে কাজে গিয়ে নির্যাতনের শিকার কালনার নাবালক

আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: গুজরাতে কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হল পূর্ব বর্ধমান জেলার কালনার ১২ বছরের এক নাবালক। তার নাম গণেশ দুর্লভ, বাবা বিশ্বনাথ দুর্লভ। বর্তমানে সে কালনা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। বুধবার দুপুরে তাঁকে দেখতে হাসপাতালে হাজির হন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ।

স্থানীয় সূত্রে জানা গেছে, বছর দুয়েক আগে পারিবারিক আর্থিক সংকটের কারণে কালনার উপলতি এলাকার ওই নাবালকের পরিবার তাকে গুজরাতের রাজকোটে কাজে পাঠিয়ে দেয়। এই কাজে মধ্যস্থতা করেন পূর্ব বর্ধমানেরই শিকারপুর এলাকার এক ব্যক্তি। রাজকোটে গিয়ে এক হোটেলে কাজ শুরু করে ওই নাবালক। অভিযোগ, শিকারপুরের ওই মালিক প্রতিনিয়ত তাকে মারধর করত। সামান্য কারণে, যেমন ভাত নষ্ট হয়ে যাওয়ার অভিযোগে তাকে নৃশংসভাবে পেটানো হত। মারধরের পরিমাণ এতটাই ছিল যে, বর্তমানে সে স্বাভাবিকভাবে হাঁটতেও পারছে না। এমন কী মুখ খুলে নিজের যন্ত্রণা ঠিক করে বলতে পারার অবস্থাতেও নেই।

আরও পড়ুন: ভারী বৃষ্টিতে বিপর্যস্ত গুজরাত: মৃত্যু ১৮, তৎপর রাজ্য প্রশাসন

এই ঘটনার কথা জানতে পেরে বুধবার দুপুরে কালনা হাসপাতালে যান মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, ‘ছেলেটির অবস্থা খুবই খারাপ। আমি সুপারকে বলেছি যাতে তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হয়। পাশাপাশি, পুলিশের সঙ্গে কথা বলেছি যাতে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।’ অন্যদিকে, হাসপাতাল সূত্রে জানা গেছে, ছেলেটির শরীরে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী চিকিৎসা চলছে। বর্তমানে তার অবস্থা স্থিতিশীল হলেও মানসিকভাবে সে অত্যন্ত ভীত এবং আতঙ্কিত।

আরও পড়ুন: আমদাবাদ বিমান দুর্ঘটনার জের, ড্রিমলাইনারের সমস্ত পরিষেবা বন্ধ রাখার চিন্তা কেন্দ্রের

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কালনা সহ গোটা পূর্ব বর্ধমান জেলায়। সমাজের বিভিন্ন স্তর থেকে অভিযুক্তের শাস্তি ও নাবালকের যথাযথ পুনর্বাসনের দাবি উঠেছে। শিশু সুরক্ষা কমিশন ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটি ইতিমধ্যেই বিষয়টির দিকে নজর দিচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।

আরও পড়ুন: ভেঙে পড়া বিমানে মৃত্যু গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রীর