২৮ জুলাই ২০২৫, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

বন্যা পরিস্থিতি অসম-মণিপুর-অরুণাচলে, মৃত অন্তত ২৭

চামেলি দাস
  • আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার
  • / 93

পুবের কলম ওয়েবডেস্ক: উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। অসম, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়- সর্বত্র পরিস্থিতি প্রায় এক। এই পরিস্থিতিতে উত্তর-পূর্বের ৬ রাজ্যে অন্তত ২৭ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে জানা যায়। মৃতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুরাও।

গত ২ দিন ধরে নাগাড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে এই রাজ্যগুলিতে।  টানা বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় ভূমিধস হয়েছে। ধস নামার ফলে ভেঙে পড়েছে বাড়িঘর। নাগাড়ে বর্ষণ চলছে, তার ফলে জলে ডুবেছে একাধিক এলাকা। পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের।

আরও পড়ুন: হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে ভেসে গেলেন ২০ জন, মৃত ২

অরুণাচল প্রদেশে ৯ জন, মেঘালয়ে ৬ জনের, অসম এবং মিজোরামে ৫ জন করে, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে ১ জনে করে বাসিন্দার মৃত্যু হয়েছে বলে খবর। ব্যাপক ভাবে বিপর্যস্ত হয়েছে জনজীবন।  অরুণাচল প্রদেশে মৃত ৭ জনের মধ্যে রয়েছেন ২ জন মহিলা এবং ২ শিশু।

আরও পড়ুন: নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, মৃত ১৫০-র বেশি

জাতীয় সড়ক ১৩- র উপরে ব্যাপক ভূমিধসের কারণে এই ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায় ভারী বৃষ্টির জেরে জাতীয় সড়ক ১৩- র উপর ব্যাপক ধস নেমেছে। জাতীয় সড়ক ১৩- র উপর বানা-সেপ্পা এলাকা দিয়ে ৭ যাত্রী নিয়ে যাচ্ছিল একটি গাড়ি। ধস এবং প্রবল বৃষ্টির কারণে জাতীয় সড়ক থেকে সোজা গিয়ে পড়েছে পাশের খাদে। অসমেও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ধসের কারণেই। প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই রাজ্যের ৬ জেলায়। মেঘালয়ে যে ৬ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে এক বৃদ্ধ এবং একজন শিশুর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: Jhelum Water Release: বন্যা পরিস্থিতি পাকিস্তানে

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বন্যা পরিস্থিতি অসম-মণিপুর-অরুণাচলে, মৃত অন্তত ২৭

আপডেট : ৪ জুন ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: উত্তর-পূর্বের রাজ্যগুলিতে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। অসম, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়- সর্বত্র পরিস্থিতি প্রায় এক। এই পরিস্থিতিতে উত্তর-পূর্বের ৬ রাজ্যে অন্তত ২৭ জনের ইতিমধ্যেই মৃত্যু হয়েছে বলে জানা যায়। মৃতদের মধ্যে রয়েছেন মহিলা এবং শিশুরাও।

গত ২ দিন ধরে নাগাড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি চলছে এই রাজ্যগুলিতে।  টানা বৃষ্টির জেরে বেশ কিছু জায়গায় ভূমিধস হয়েছে। ধস নামার ফলে ভেঙে পড়েছে বাড়িঘর। নাগাড়ে বর্ষণ চলছে, তার ফলে জলে ডুবেছে একাধিক এলাকা। পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টাতেই মৃত্যু হয়েছে অন্তত ২৭ জনের।

আরও পড়ুন: হিমাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতে ভেসে গেলেন ২০ জন, মৃত ২

অরুণাচল প্রদেশে ৯ জন, মেঘালয়ে ৬ জনের, অসম এবং মিজোরামে ৫ জন করে, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে ১ জনে করে বাসিন্দার মৃত্যু হয়েছে বলে খবর। ব্যাপক ভাবে বিপর্যস্ত হয়েছে জনজীবন।  অরুণাচল প্রদেশে মৃত ৭ জনের মধ্যে রয়েছেন ২ জন মহিলা এবং ২ শিশু।

আরও পড়ুন: নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, মৃত ১৫০-র বেশি

জাতীয় সড়ক ১৩- র উপরে ব্যাপক ভূমিধসের কারণে এই ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলায় ভারী বৃষ্টির জেরে জাতীয় সড়ক ১৩- র উপর ব্যাপক ধস নেমেছে। জাতীয় সড়ক ১৩- র উপর বানা-সেপ্পা এলাকা দিয়ে ৭ যাত্রী নিয়ে যাচ্ছিল একটি গাড়ি। ধস এবং প্রবল বৃষ্টির কারণে জাতীয় সড়ক থেকে সোজা গিয়ে পড়েছে পাশের খাদে। অসমেও ৫ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ধসের কারণেই। প্রায় ১০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এই রাজ্যের ৬ জেলায়। মেঘালয়ে যে ৬ জনের মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে এক বৃদ্ধ এবং একজন শিশুর মৃত্যুর খবরও পাওয়া গিয়েছে।

আরও পড়ুন: Jhelum Water Release: বন্যা পরিস্থিতি পাকিস্তানে