বাসন্তীতে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস

- আপডেট : ৫ জুন ২০২৫, বৃহস্পতিবার
- / 156
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: সুন্দরবনের বাসন্তীর শিবগঞ্জে চম্পাবতী তরুণতীর্থ, চম্পা মহিলা সোসাইটি উদ্যোগে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস। এদিনের বিশ্ব পরিবেশ দিবস উপস্থিত হন বহু পড়ুয়া ছাত্র ছাত্রী সহ মহিলারা অংশগ্রহণ করেন।
পাশাপাশি কয়েক কিলোমিটার বর্ণাঢ্য রেলি করেন পড়ুয়া ছাত্র ছাত্রী সহ এলাকার নারী ও পুরুষ। মূলত তাদের উদ্দেশ্য সুন্দরবনকে বাঁচাতে প্লাস্টিক বর্জন, জল , মাটি , বায়ু, শব্দ দূষণ রুখতে তাদের মূল উদ্দেশ্য ।ও পরিবেশের উপর অঙ্কন ও প্রবন্ধ প্রতিযোগিতায় আয়োজন করা হয়। আর এদিনের এই প্রতিযোগিতায় বহু ছাত্র – ছাত্রী অংশগ্রহণ করেন। পাশাপাশি পরিবেশের উপর আবৃত্তি, গান ও আলোচনা হয়। সোসাইটির মহিলারা ফলের চারা রোপন করেন।
এ প্রসঙ্গে বাসন্তী ব্লকের শিবগঞ্জে শিক্ষারত্ন প্রাপ্ত প্রাক্তন শিক্ষক তথা সমাজসেবী অমল নায়েক বলেন এ বছর এক হাজার ফলের চারা রোপন করা হবে। ও আগামী দিন সুন্দরবনকে বাঁচাতে আমরা এই কাজ করে যাব।