০২ জুলাই ২০২৫, বুধবার, ১৭ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

হাইকোর্টে আরসিবি

চামেলি দাস
  • আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার
  • / 149

পুবের কলম ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার হাইকোর্টে। প্রথমবার আইপিএল ট্রফি জয়ের পর চিন্নাস্বামীতে আইপিএল ট্রফি জয়ের উদ্যাপনের আগে পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু ও ৫০ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। আর তাতেই আরসিবি, কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা ও সংশ্লিষ্ট দিনের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।

ইতিমধ্যেই আরসিবির মার্কেটিং হেড সোসালেকে গ্রেফতার করা হয়েছে কেম্পেগৌড়া বিমানব¨র থেকে। যদিও তিনি এই গ্রেফতারিকে অন্যায্য বলে দাবি তুলে হাইকোর্টে যাওয়ার চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এবার আরসিবি ও ডিএনএ তাদের বিরুদ্ধে ওঠা মামলার বিরুদ্ধে জামিন পেতে কর্নাটক হাইকোর্টে আপিল করল।

আরও পড়ুন: গ্রেফতারের পর হাইকোর্টে যাওয়ার চ্যালেঞ্জ আরসিবির মার্কেটিং হেডের

আরসিবির বক্তব্য, তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তারা আগেই জানিয়েছিল, স্টেডিয়ামে এন্ট্রির ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক পাসের ব¨োবস্ত করা হয়েছিল। যারা বিনামূল্যে পাস পেয়েছিল, তাদেরও আগে থেকে নাম এন্ট্রি করার কথা বলা হয়েছিল।

আরও পড়ুন: চিন্নাস্বামী স্টেডিয়াম: মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

শুধু তাই নয়, আরসিবি তাদের দাবিতে জানিয়েছে গেট খোলার কথা ছিল দুপুরে। কিন্তু তা খুলেছে বিকেল বেলায়। তার জন্যেই ভিড়টা অতিরিক্ত হয়ে গিয়েছিল। অন্য এক পিটিশনে পুলিশের অকর্মণ্যতাও তুলে ধরে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ডিএনএ।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে আরসিবি-র সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১১! আহত বহু

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

হাইকোর্টে আরসিবি

আপডেট : ৯ জুন ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবার হাইকোর্টে। প্রথমবার আইপিএল ট্রফি জয়ের পর চিন্নাস্বামীতে আইপিএল ট্রফি জয়ের উদ্যাপনের আগে পদপিষ্টের ঘটনায় ১১ জনের মৃত্যু ও ৫০ জনের আহত হওয়ার ঘটনা ঘটেছে। আর তাতেই আরসিবি, কর্নাটক রাজ্য ক্রিকেট সংস্থা ও সংশ্লিষ্ট দিনের ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়।

ইতিমধ্যেই আরসিবির মার্কেটিং হেড সোসালেকে গ্রেফতার করা হয়েছে কেম্পেগৌড়া বিমানব¨র থেকে। যদিও তিনি এই গ্রেফতারিকে অন্যায্য বলে দাবি তুলে হাইকোর্টে যাওয়ার চ্যালেঞ্জ জানিয়েছিলেন। এবার আরসিবি ও ডিএনএ তাদের বিরুদ্ধে ওঠা মামলার বিরুদ্ধে জামিন পেতে কর্নাটক হাইকোর্টে আপিল করল।

আরও পড়ুন: গ্রেফতারের পর হাইকোর্টে যাওয়ার চ্যালেঞ্জ আরসিবির মার্কেটিং হেডের

আরসিবির বক্তব্য, তাদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তারা আগেই জানিয়েছিল, স্টেডিয়ামে এন্ট্রির ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক পাসের ব¨োবস্ত করা হয়েছিল। যারা বিনামূল্যে পাস পেয়েছিল, তাদেরও আগে থেকে নাম এন্ট্রি করার কথা বলা হয়েছিল।

আরও পড়ুন: চিন্নাস্বামী স্টেডিয়াম: মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ আরসিবির

শুধু তাই নয়, আরসিবি তাদের দাবিতে জানিয়েছে গেট খোলার কথা ছিল দুপুরে। কিন্তু তা খুলেছে বিকেল বেলায়। তার জন্যেই ভিড়টা অতিরিক্ত হয়ে গিয়েছিল। অন্য এক পিটিশনে পুলিশের অকর্মণ্যতাও তুলে ধরে ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ ডিএনএ।

আরও পড়ুন: বেঙ্গালুরুতে আরসিবি-র সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে মৃত অন্তত ১১! আহত বহু