বিদ্যুতের একাধিক দাবিতে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচি দক্ষিন বারাশত ও রায়দীঘিতে

- আপডেট : ১০ জুন ২০২৫, মঙ্গলবার
- / 131
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: বুধবার সারা পশ্চিমবাংলার সমস্ত কাস্টমার কেয়ার সেণ্টারতে অল ইণ্ডিয়া কৃষান ক্ষেত মজদূর সংগঠনের পক্ষ থেকে স্মার্ট মিটার লাগানোর বিরুদ্ধে বিদ্যুতের মাসুল ৪০% কমানো,কৃষিতে বিনামূল্যে বিদ্যুত দেওয়া, সমস্ত ডোমেস্টিক গ্রাহককে ১ টাকা ইউনিট প্রতি বিদ্যুৎ সরবরাহসহ বিভিন্ন দাবিতে রায়দিঘী CCC তে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন কর্মসূচি পালন করা হয়।এদিনের এই ডেপুটেশনে এলাকার বহু কৃষক ও সাধারণ মানুষ অংশ নেন।এদিনেরএই বিক্ষোভে নেতৃত্ব দেন কিষান ক্ষেত মজদূর সংগঠনের জেলাসভাপতি গুনসিন্ধু হালদার।একই ইস্যুতে এ দিন দক্ষিন বারাশতে বিদ্যুৎ দফতরের সামনে বিক্ষোভ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন এ আই কে কে এম এসের জয়নগর ১ নং লোকাল কমিটির সম্পাদক সওকাত লস্কর সহ আরো অনেকে।