০৪ অগাস্ট ২০২৫, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

লটারির নেশায় খুন, ৩৫ বছরের কারাবাসের সাজা শোনাল আদালত

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩০ অক্টোবর ২০২১, শনিবার
  • / 21

পুবের কলম ওয়েবডেস্কঃ নিষ্ঠুর ছুরিকাঘাতে দুই বোনকে  হত্যার দায়ে  ব্রিটেনের এক তরুণকে কমপক্ষে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা যায়– লটারি  জেতার নেশায় এমনটা করেছে ঘাতক।

 প্রাথমিক তদন্তে জানা যায়– লটারি জেতার জন্য অপদেবতাকে সন্তুষ্ট করতে গিয়েই ঘাতক তরুণ ড্যানিয়েল হুসেন তার দুই বোনের জীবন নেয়। ২০২০  সালের ৬ জুন লন্ডনে বিবা হেনরি এবং নিকোল স্মলম্যানকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হেনরির জন্মদিনের দিনই হত্যাকাণ্ডটি ঘটে। ১৯ বছর বয়সী ড্যানিয়েল হুসেন ঘটনাস্থল থেকে পালিয়ে  যাওয়ার  আগে স্মলম্যানকে ২৮ বার এবং হেনরিকে ৮ বার ছুরিকাঘাত করে। পরে ড্যানিয়েল আদালতে খুনের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। পুলিশ ড্যানেয়েলর ঘর থেকে একটি নোট খুঁজে পায় যেখানে সে ’সম্পদ ও  ক্ষমতা’র বিনিময়ে  ’শুধুমাত্র নারীদের বলি’  দেওয়ার জন্য ’কিং লুসিফুজ রোলোকেল’এর সঙ্গে একটি চুক্তি করেছিল। এই  নোটটির নিচে রক্ত দিয়ে সই করেছিল খুনি।  

আরও পড়ুন: বৌদির মুন্ডু কেটে ধারাল অস্ত্র-সহ হাঁটতে হাঁটতে সোজা থানায় হাজির দেওর!

আরও পড়ুন: ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা! ৫০ টাকার জেরে খুন বলে অভিযোগ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

লটারির নেশায় খুন, ৩৫ বছরের কারাবাসের সাজা শোনাল আদালত

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, শনিবার

পুবের কলম ওয়েবডেস্কঃ নিষ্ঠুর ছুরিকাঘাতে দুই বোনকে  হত্যার দায়ে  ব্রিটেনের এক তরুণকে কমপক্ষে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। জানা যায়– লটারি  জেতার নেশায় এমনটা করেছে ঘাতক।

 প্রাথমিক তদন্তে জানা যায়– লটারি জেতার জন্য অপদেবতাকে সন্তুষ্ট করতে গিয়েই ঘাতক তরুণ ড্যানিয়েল হুসেন তার দুই বোনের জীবন নেয়। ২০২০  সালের ৬ জুন লন্ডনে বিবা হেনরি এবং নিকোল স্মলম্যানকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হেনরির জন্মদিনের দিনই হত্যাকাণ্ডটি ঘটে। ১৯ বছর বয়সী ড্যানিয়েল হুসেন ঘটনাস্থল থেকে পালিয়ে  যাওয়ার  আগে স্মলম্যানকে ২৮ বার এবং হেনরিকে ৮ বার ছুরিকাঘাত করে। পরে ড্যানিয়েল আদালতে খুনের ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়। পুলিশ ড্যানেয়েলর ঘর থেকে একটি নোট খুঁজে পায় যেখানে সে ’সম্পদ ও  ক্ষমতা’র বিনিময়ে  ’শুধুমাত্র নারীদের বলি’  দেওয়ার জন্য ’কিং লুসিফুজ রোলোকেল’এর সঙ্গে একটি চুক্তি করেছিল। এই  নোটটির নিচে রক্ত দিয়ে সই করেছিল খুনি।  

আরও পড়ুন: বৌদির মুন্ডু কেটে ধারাল অস্ত্র-সহ হাঁটতে হাঁটতে সোজা থানায় হাজির দেওর!

আরও পড়ুন: ক্রেতার হাতে ‘খুন’ বিক্রেতা! ৫০ টাকার জেরে খুন বলে অভিযোগ