৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

বিধবা ও বৃদ্ধদের ভাতা একলাফে অনেকটা বাড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

পুবের কলম ওয়েবডেস্ক: মাত্র কয়েক মাস বাকি বিহারের ভোট। ভোটকে লক্ষ্য করে শুরু হয়েছে নানা রকম রাজনৈতি কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিহারে ঘন ঘন জনসভা করেছেন। আর এর মাঝেই বিধবা এবং বয়স্কদের পেনশন প্রায় তিন গুণ বাড়িয়ে দিলেন নীতীশ কুমার। এক ধাক্কায় সাতশো টাকা করে বাড়িয়ে দেওয়া হল ওই সামাজিক সুরক্ষা ভাতা।

এত দিন বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে দেওয়া হত। এবার থেকে ওই পেনশন বেড়ে হল ১১০০ টাকা। একধাক্কায় প্রায় ৭০০ টাকা বেড়ে গেল। জুলাই মাস থেকেই এই বর্ধিত হারে ভাতা পাবেন বিহারের মানুষ। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, ‘এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ১ কোটি ৯ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে যাতে সকল গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশনের টাকা ঢুকে যায়, তা নিশ্চিত করবে সরকার।’

মোদি তথা বিজেপির নেতারা বরাবর বাংলার ‘ভাতা রাজনীতি’র বিরোধিতা করে গিয়েছেন। ভোটের সময় ‘রেওড়ি’  বা খয়রাতি বিলি করা নিয়ে অতীতে সরব হয়েছেন খোদ নরেন্দ্র মোদি। ভোটে জিততে সেই ‘রেওড়ি’ রাজনীতি করতে হচ্ছে বিজেপি ও তাঁর ‘বন্ধু’ নীতীশ কুমারকে। এর আগে মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্রে বিজেপি দেদার খয়রাত বিলিয়েছে। একদিন আগে বিহারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোট ৫.৭ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন।

আরও পড়ুন: টানা দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার

আরও পড়ুন: বিহার বিধানসভা নির্বাচনের আগেে Monthly Allowance-এর ঘোষণা নীতীশ কুমারের
ট্যাগ :
সর্বধিক পাঠিত

উত্তরাখণ্ডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল বাস, মৃত ৬ যাত্রী-আহত ১২

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বিধবা ও বৃদ্ধদের ভাতা একলাফে অনেকটা বাড়ালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার

আপডেট : ২১ জুন ২০২৫, শনিবার

পুবের কলম ওয়েবডেস্ক: মাত্র কয়েক মাস বাকি বিহারের ভোট। ভোটকে লক্ষ্য করে শুরু হয়েছে নানা রকম রাজনৈতি কর্মসূচি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও বিহারে ঘন ঘন জনসভা করেছেন। আর এর মাঝেই বিধবা এবং বয়স্কদের পেনশন প্রায় তিন গুণ বাড়িয়ে দিলেন নীতীশ কুমার। এক ধাক্কায় সাতশো টাকা করে বাড়িয়ে দেওয়া হল ওই সামাজিক সুরক্ষা ভাতা।

এত দিন বিহারে বয়স্ক নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষ ভাবে সক্ষমদের জন্য সামাজিক নিরাপত্তা পেনশন প্রকল্পের অধীনে মাসে ৪০০ টাকা করে দেওয়া হত। এবার থেকে ওই পেনশন বেড়ে হল ১১০০ টাকা। একধাক্কায় প্রায় ৭০০ টাকা বেড়ে গেল। জুলাই মাস থেকেই এই বর্ধিত হারে ভাতা পাবেন বিহারের মানুষ। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জানিয়েছেন, ‘এই সিদ্ধান্তের ফলে রাজ্যের ১ কোটি ৯ লক্ষের বেশি মানুষ উপকৃত হবেন। প্রতি মাসের ১০ তারিখের মধ্যে যাতে সকল গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেনশনের টাকা ঢুকে যায়, তা নিশ্চিত করবে সরকার।’

মোদি তথা বিজেপির নেতারা বরাবর বাংলার ‘ভাতা রাজনীতি’র বিরোধিতা করে গিয়েছেন। ভোটের সময় ‘রেওড়ি’  বা খয়রাতি বিলি করা নিয়ে অতীতে সরব হয়েছেন খোদ নরেন্দ্র মোদি। ভোটে জিততে সেই ‘রেওড়ি’ রাজনীতি করতে হচ্ছে বিজেপি ও তাঁর ‘বন্ধু’ নীতীশ কুমারকে। এর আগে মধ্যপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা, মহারাষ্ট্রে বিজেপি দেদার খয়রাত বিলিয়েছে। একদিন আগে বিহারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মোট ৫.৭ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন।

আরও পড়ুন: টানা দশমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন নীতীশ কুমার

আরও পড়ুন: বিহার বিধানসভা নির্বাচনের আগেে Monthly Allowance-এর ঘোষণা নীতীশ কুমারের