সকাল থেকেই দিঘায় বৃষ্টি, রথযাত্রা শুরু কিছুক্ষণ পরেই

- আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার
- / 191
আবদুল ওদুদ, দিঘা :আজ রথযাত্রা। সকাল থেকে শুরু হয়েছে তারই প্রস্তুতি । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সৈকত নগরী দিঘাতে রয়েছেন। দুপুর আড়াই টার পর রথের দড়িতে দেবেন । আর তার সঙ্গে শুরু হয়ে যাবে এ বছরের রথযাত্রা।কিন্তু রথযাত্রার সঙ্গে পাল্লা দিয়েই শুরু হয়েছে গুড়ি গুড়ি বৃষ্টি। শুক্রবার সকাল থেকেই দিঘার আকাশ কালো মেঘে ছেয়ে রয়েছে। লক্ষ লক্ষ পর্যটক রয়েছেন, সকলেই ঘর বন্দি ।কেউ বাইরে বেরোতে পারছেন না । সামান্য কিছু পর্যটক ছাতা নিয়ে রাস্তায় বেরোলেও বেশিরভাগই হোটেলেই বন্দি রয়েছেন। পূর্ব বর্ধমান থেকে এসেছেন তপন সামন্ত । তিনি জানান, দুদিন ধরে দীঘায় রয়েছেন। এবার দীঘায় প্রথম শুরু হচ্ছে রথযাত্রা। জগন্নাথ মন্দিরের উদ্বোধনীর পর থেকেই আসবেন ভেবেছিলেন। কিন্তু আগে আসা হয়নি। রথযাত্রা উপলক্ষে এসেছেন রথের দড়ি তে টান দেবেন বলে । কিন্তু শেষ পর্যন্ত হবে কিনা জানিনা। তবে তাঁর ইচ্ছে বৃষ্টি হলেও রথযাত্রার কাছে হাজির হবেন এবং রথের রশিতে হাত লাগাবেন।
অন্যদিকে, রথযাত্রার প্রস্তুতি সম্পন্ন। জগন্নাথ মন্দিরের সামনের রাস্তায় রাখা রয়েছে রথ। কিছুক্ষণ বাদে সেই রথ টানা শুরু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন। বৃষ্টি উপেক্ষা করে লক্ষ লক্ষ ভক্ত রথযাত্রায় সামিল হবেন, আশা পুর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের।