৩৪৫টি দলের অনুমোদন বাতিল করল নির্বাচন কমিশন

- আপডেট : ২৭ জুন ২০২৫, শুক্রবার
- / 69
পুবের কলম ওয়েবডেস্ক : ৩৪৫টি রাজনৈতিক দলের অনুমোদন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটার, তালিকায় নাম তোলার নয়া প্রক্রিয়া নিয়ে বিতর্কের মাঝেই এতগুলি দলের অনুমোদন বাতিল করে দিল কমিশন। অস্বীকৃত রাজনৈতিক দলকেই বাতিল করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার এক নির্দেশিকায় জানানো হয়, এই মুহূর্তে দেশজুড়ে রয়েছে এই ধরনের প্রায় ২৮০০ অস্বীকৃত রাজনৈতিক দল। যারা অনুমোদন পাওয়ার প্রয়োজনীয় শর্তাবলি পূরণ করেনি। তাদের মধ্যে ৩৪৫টি দলের অনুমোদন বাতিল করা হল। ২০১৯ সাল থেকে কোনও নির্বাচনে অংশ নেয়নি এই দলগুলি।
দলগুলির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলেও দফতর খুঁজে পাওয়া যায়নি। সেই কারণে প্রাথমিকভাবে এই দলগুলির অনুমোদন খারিজ করা হল। বাকি দলগুলির কাছেও কারণ দর্শানোর জন্য নোটিস পাঠানো হয়েছে। তাদের বক্তব্য শোনার পর ঠিক করা হবে দলগুলির ভবিষ্যৎ। কোনও দল যেন আত্মপক্ষ সমর্থনের সুযোগ থেকে বঞ্চিত না হয়, তাই এই সিদ্ধান্ত।