১৩ অগাস্ট ২০২৫, বুধবার, ২৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
পাকিস্তানে সেনা কনভয়ে আত্মঘাতী বিস্ফোরণ, নিহত কমপক্ষে ১৩ জওয়ান

চামেলি দাস
- আপডেট : ২৮ জুন ২০২৫, শনিবার
- / 164
পুবের কলম ওয়েবডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে বিস্ফোরণ। সেনা কনভয় লক্ষ্য করে আত্মঘাতী বিস্ফোরণ। প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন জওয়ান। পাকিস্তানি সরকারের এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন বিস্ফোরণে আহত হয়েছেন ১০ জন জওয়ান এবং ১৯ জন সাধারণ নাগরিক।
সরকারি ওই আধিকারিক বলেন, ‘‘সেনা কনভয়ে বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে ঢুকে পড়ে এক আত্মঘাতী জঙ্গি।’’ বিস্ফোরণের ফলে এলাকার বেশ কিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্রের খবর, বিস্ফোরণের অভিঘাতে দু’টি বাড়ির ছাদ উড়ে গিয়েছে। আহত হয়েছে ৬ জন শিশু। এই এলাকায় তেহরিক-ই-তালিবান পাকিস্তান সক্রিয় রয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী ঘটনার দায় স্বীকার করেনি।