০৩ জুলাই ২০২৫, বৃহস্পতিবার, ১৮ আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

আলিয়ার সেমিনার হলে ৩ জুলাই পালিত হবে নবাব সিরাজ-উদ-দৌলাহ’র শহিদ দিবস

চামেলি দাস
  • আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার
  • / 27

পুবের কলম ওয়েবডেস্ক: বাংলার শেষ স্বাধীন নবাব তরুণ সিরাজ-উল-দৌলাহ। নবাব আলিবর্দী খানের দৌহিত্র হিসেবে তিনি বাংলায় বর্গী আক্রমণের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সিংহাসনে বসেই এই তরুণ নবাব দেখতে পান, বাংলা-বিহার-ওড়িশায় ভারতীয় কিছু কুচক্রীর সঙ্গে মিলে দেশের স্বাধীনতায় থাবা বসাতে উদ্যোগী বিদেশি বণিক শক্তি ইংরেজরা। একদিকে মীরজাফর ও তার পুত্র মীরন ও অন্যদিকে জগৎ শেঠ, উমি চাঁদ, রায় বল্লভ এরা সকলে মিলে নবাব সিরাজ-উদ-দৌলাহকে গদিচ্যুত করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। তরুণ নবাব সিরাজ এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পাশে প্রধান অমাত্য ও সেনাপতিদের কাউকেই সঙ্গে পেলেন না। ব্যতিক্রম ছিলেন শুধু দু’জন মীর মদন (মর্দান খান) ও মোহনলাল। নবাব সিরাজ মীরজাফরকে চিহ্নিত করে প্রথমে তাঁর সেনাপতির পদ কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। আর উমি চাঁদ, রায় বল্লভ এদেরও বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছিলেন। এই সময় তাঁকে সওকত জঙ্গ, ঘসেটি বেগম প্রমুখের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে হয়। এছাড়াও তিনি ইংরেজদের কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে কলকাতার নাম রাখেন আলি নগর। এরপরই ইংরেজ ও ভারতীয় চক্রান্তকারীদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি পলাশীতে অনুষ্ঠিত যুদ্ধ যুদ্ধ নাটকে পরাজিত হন। পরে ৩ জুলাই তাঁকে হত্যা করা হয়। ব্রিটিশদের আনুকুল্য পাওয়ার জন্য ইংরেজ ও ভারতীয় বহু ঐতিহাসিক সিরাজের চরিত্রে নানা ধরনের কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন।

আলিয়ার সেমিনার হলে ৩ জুলাই পালিত হবে নবাব সিরাজ-উদ-দৌলাহ’র শহিদ দিবস

আরও পড়ুন: আলিয়ার স্নাতকোত্তরের প্রবেশিকা ১৮ এবং ২৩ জুলাই

বর্তমানে নতুন গবেষকদের প্রচেষ্টায় সিরাজ সম্পর্কে উঠে আসছে বহু নয়া তথ্য। ৩ জুলাই, ২০২৫ কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের সেমিনার হলে নবাব সিরাজকে নিয়ে অনুষ্ঠিত হবে একটি আলোচনা চক্র।

আরও পড়ুন: আরও তিনদিন ভর্তির সময়সীমা বাড়ালো আলিয়া বিশ্ববিদ্যালয়  

আলিয়ার সেমিনার হলে ৩ জুলাই পালিত হবে নবাব সিরাজ-উদ-দৌলাহ’র শহিদ দিবস

আরও পড়ুন: আলিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর ভর্তির বিজ্ঞপ্তি

অংশ নেবেন আহমদ হাসান ইমরান, কাজী ড. সুফিউর রহমান, ড. মুহাম্মদ শাহনূরুর রহমান, ড. মুহাম্মদ শামিম ফিরদাউস, ড. ইসতিয়াক হুসেন, ড. সমহিতা সেন, সাবির আহমেদ, সোমঋতা মল্লিক প্রমুখ। আলোচনা চক্রটি অনুষ্ঠিত হবে বেলা ২টো ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত। আগ্রহীরা প্রত্যেকে আমন্ত্রিত।

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আলিয়ার সেমিনার হলে ৩ জুলাই পালিত হবে নবাব সিরাজ-উদ-দৌলাহ’র শহিদ দিবস

আপডেট : ২ জুলাই ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: বাংলার শেষ স্বাধীন নবাব তরুণ সিরাজ-উল-দৌলাহ। নবাব আলিবর্দী খানের দৌহিত্র হিসেবে তিনি বাংলায় বর্গী আক্রমণের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সিংহাসনে বসেই এই তরুণ নবাব দেখতে পান, বাংলা-বিহার-ওড়িশায় ভারতীয় কিছু কুচক্রীর সঙ্গে মিলে দেশের স্বাধীনতায় থাবা বসাতে উদ্যোগী বিদেশি বণিক শক্তি ইংরেজরা। একদিকে মীরজাফর ও তার পুত্র মীরন ও অন্যদিকে জগৎ শেঠ, উমি চাঁদ, রায় বল্লভ এরা সকলে মিলে নবাব সিরাজ-উদ-দৌলাহকে গদিচ্যুত করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। তরুণ নবাব সিরাজ এদের ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে পাশে প্রধান অমাত্য ও সেনাপতিদের কাউকেই সঙ্গে পেলেন না। ব্যতিক্রম ছিলেন শুধু দু’জন মীর মদন (মর্দান খান) ও মোহনলাল। নবাব সিরাজ মীরজাফরকে চিহ্নিত করে প্রথমে তাঁর সেনাপতির পদ কেড়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন। আর উমি চাঁদ, রায় বল্লভ এদেরও বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিচ্ছিলেন। এই সময় তাঁকে সওকত জঙ্গ, ঘসেটি বেগম প্রমুখের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে হয়। এছাড়াও তিনি ইংরেজদের কলকাতায় ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করে কলকাতার নাম রাখেন আলি নগর। এরপরই ইংরেজ ও ভারতীয় চক্রান্তকারীদের ষড়যন্ত্রের শিকার হয়ে তিনি পলাশীতে অনুষ্ঠিত যুদ্ধ যুদ্ধ নাটকে পরাজিত হন। পরে ৩ জুলাই তাঁকে হত্যা করা হয়। ব্রিটিশদের আনুকুল্য পাওয়ার জন্য ইংরেজ ও ভারতীয় বহু ঐতিহাসিক সিরাজের চরিত্রে নানা ধরনের কালিমালিপ্ত করার চেষ্টা করেছেন।

আলিয়ার সেমিনার হলে ৩ জুলাই পালিত হবে নবাব সিরাজ-উদ-দৌলাহ’র শহিদ দিবস

আরও পড়ুন: আলিয়ার স্নাতকোত্তরের প্রবেশিকা ১৮ এবং ২৩ জুলাই

বর্তমানে নতুন গবেষকদের প্রচেষ্টায় সিরাজ সম্পর্কে উঠে আসছে বহু নয়া তথ্য। ৩ জুলাই, ২০২৫ কলকাতার আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্ক সার্কাস ক্যাম্পাসের সেমিনার হলে নবাব সিরাজকে নিয়ে অনুষ্ঠিত হবে একটি আলোচনা চক্র।

আরও পড়ুন: আরও তিনদিন ভর্তির সময়সীমা বাড়ালো আলিয়া বিশ্ববিদ্যালয়  

আলিয়ার সেমিনার হলে ৩ জুলাই পালিত হবে নবাব সিরাজ-উদ-দৌলাহ’র শহিদ দিবস

আরও পড়ুন: আলিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর ভর্তির বিজ্ঞপ্তি

অংশ নেবেন আহমদ হাসান ইমরান, কাজী ড. সুফিউর রহমান, ড. মুহাম্মদ শাহনূরুর রহমান, ড. মুহাম্মদ শামিম ফিরদাউস, ড. ইসতিয়াক হুসেন, ড. সমহিতা সেন, সাবির আহমেদ, সোমঋতা মল্লিক প্রমুখ। আলোচনা চক্রটি অনুষ্ঠিত হবে বেলা ২টো ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত। আগ্রহীরা প্রত্যেকে আমন্ত্রিত।