ট্রাম্প-পুতিন টেলিফোনিক কথোপকথনের পরই ইউক্রেনে ব্যাপক হামলা রাশিয়ার

- আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার
- / 202
পুবের কলম ওয়েবডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে টেলিফোনিক কথোপকথনের কয়েক ঘণ্টার মধ্যেই ইউক্রেনে হামলা চালাল রাশিয়া। রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রুশ বাহিনী। শুক্রবার রাতভর চলা এই হামলায় শহরের একাধিক আবাসিক এলাকাসহ অন্তত এক ডজন স্থানে বিস্ফোরণ ঘটে।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তাইমুর তাকাচেঙ্কো জানিয়েছেন, হামলায় অন্তত আটজন আহত হয়েছেন এবং দু’টি জেলার একাধিক বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, ওই রাতে কিয়েভ লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করে রুশ বাহিনী।
সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের বিকট শব্দ এবং ঘন ধোঁয়ার চিত্র দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ড্রোনের শব্দে রাতজাগা শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, গত জুন মাসেই রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ৩৩০টিরও বেশি ক্ষেপণাস্ত্র, ৫ হাজার ড্রোন এবং গ্লাইডিং বোমা ব্যবহার করেছে বলে জানিয়েছে ইউক্রেনের বিদেশ মন্ত্রক। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প-পুতিন আলোচনায় অগ্রগতি না হওয়ার বার্তা আসার পরপরই এই হামলা চালান হয়েছে বলে মনে করা হচ্ছে।