বৈষম্যের শিকার, গণইস্তফা দিলেন বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ের ১০ দলিত অধ্যাপক

- আপডেট : ৪ জুলাই ২০২৫, শুক্রবার
- / 161
পুবের কলম ওয়েবডেস্ক: বৈষম্যের শিকার। জাতপাত তুলে করুচিকর মন্তব্য। পদ বণ্টনে বর্ণভিত্তিক বৈষম্য সহ ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করার অভিযোগ। একযোগে পদত্যাগ করলেন ১০ জন দলিত অধ্যাপক। বেঙ্গালুরু বিশ্ববিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে।
অভিযোগ, কলেজ প্রদত্ত কাজ ব্যতীত আরও বাড়তি কাজ দেওয়া হতো তাঁদের। তবে সেই তুলনায় বেতন প্রায় দেওয়া হতো না বললেই চলে। পদ বণ্টনে ইনচার্জ উল্লেখ থাকলেও তাঁদের আরও অনেক কাজ দেওয়া হতো। দিনের পর দিন মাত্রাতিরিক্ত কাজে অসহায় হয়ে পড়েন ওই অধ্যাপকগুলো।
এছাড়া প্রতিনিয়ত মানসিক উৎপীড়ন চলছিলই । এমনকি ক্লাস করানোর সময় অনেক সময় চেয়ার দেওয়া হতো না তাঁদের। বাধ্য হয়ে ফ্লোরে বসেই ক্লাস করাতে হয়েছে। সংশ্লিষ্ট বিষয়ে কলেজের উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে আলোচনায় আসতে চাইলেও তা সম্ভব হয়নি। বারবার আলোচনার জন্য বৈঠকের আহ্বান জানালেও তাঁদের আর্জি কর্ণপাত করেননি কেউ। একপ্রকার বাধ্য হয়েই ইস্তফা দেন তাঁরা।
ইস্তফাপত্রে অধ্যাপকরা জানিয়েছেন, আমাদের উপর প্রদত্ত অতিরিক্ত দায়িত্বের জন্য আমরা সকলেই পদত্যাগপত্র জমা দিচ্ছি। এই নিয়ে বহুবার আলোচনায় আসতে চেয়েছিলাম তবে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাতে সাড়া দেননি।