ভাঙড়ে মহরমের দিন মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, মালবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু সাইকেল আরোহীর

- আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
- / 89
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: মহরমের পবিত্র দিনে ভাঙড়ের গাবতলা এলাকায় ঘটল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। এক সাইকেল আরোহী মালবাহী লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারালেন। দুর্ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য ও উত্তেজনা।
প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, মৃত ব্যক্তি একটি শিশু বাচ্চাকে পিছনে বসিয়ে নিয়ে সাইকেল চালিয়ে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। ঠিক সেই সময় গাবতলা এলাকায় পৌঁছনোর মুখে হঠাৎ করে একটি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে তিনি সাইকেল থেকে ছিটকে পড়ে যান রাস্তার ওপর। আর ঠিক সেই মুহূর্তেই দ্রুতগতিতে আসা একটি মালবাহী লরি তাঁকে চাপা দিয়ে বেরিয়ে যায়। এতটাই ভয়ানক ছিল, যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে রাস্তা অবরোধের চেষ্টা করেন।
তাদের অভিযোগ, মহরমের মতো গুরুত্বপূর্ণ দিনে পুলিশের ট্রাফিক ব্যবস্থায় ঘাটতি ছিল। ফলে ব্যস্ত রাস্তায় অতিরিক্ত যান চলাচলের মাঝে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল।খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় ট্রাফিক গার্ড ও পোলেরহাট থানার পুলিশ বাহিনী। উপস্থিত ছিলেন এলাকার জনপ্রতিনিধি তথা তৃণমূল কংগ্রেস নেতা খয়রুল ইসলাম। পুলিশ দ্রুত মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে।এদিকে ঘটনার তদন্তে নেমেছে পোলেরহাট থানার পুলিশ। প্রাথমিকভাবে দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের উপর ভিত্তি করে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাইক আরোহী ও লরি চালকের খোঁজও নেওয়া হচ্ছে।এলাকাবাসীর একাংশের দাবি, গাবতলা মোড়টি দীর্ঘদিন ধরেই দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। কিন্তু এখনো পর্যন্ত সেই মোড়ে ট্রাফিক সিগন্যাল বা স্পিড ব্রেকার বসানো হয়নি। ঘটনার জেরে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে মহরমের মতো ধর্মীয় দিনেই এমন দুর্ঘটনা এলাকাবাসীর মনে দুঃখ ও ক্ষোভের জন্ম দিয়েছে।