১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

আইএসএফ থেকে ৩৪জন সদস্য তৃণমূলে যোগ দিল কুলপিতে

আফিয়া‌‌ নৌশিন
  • আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার
  • / 279

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দীঘি: ভোটের আগে কুলপিতে আই এস এফে বড়সড় ভাঙ্গন, কুলপি ব্লকের ৩৪ জন আইএসএফ সদস্য তৃণমূলে যোগ দিলেন রবিবার। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকে আই এস এফ শূন্য।গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলকে পরাস্ত করে ৩৪ জন জয়লাভ করে।

আইএসএফ থেকে ৩৪জন সদস্য তৃণমূলে যোগ দিল কুলপিতে

আই এস এফ-এর ব্লক সভাপতি ও কুলপি ব্লকের বিরোধী দলনেতা সহ সবাই রবিবার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে সুন্দরবন জেলা তৃনমূল যুব কংগ্রেসের সাংগঠনিক সভায় তৃণমূলে যোগ দিল সাংসদ বাপি হালদারের হাত ধরে। আগামী দিনের সবাই তৃণমূলের হয়ে লড়াই করবে এমনই অঙ্গীকার বদ্ধ হলেন তারা।
এর ফলে কুলপি ব্লক আইএসএফ শূন্য হল।

আরও পড়ুন: সরকারী সাহায্য অমিল, তৃণমূলের সাহায্যে বেঁচে রয়েছেন দুর্ঘটনায় মৃত ডেলিভেরী বয়ের পরিবার

আরও পড়ুন: Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আইএসএফ থেকে ৩৪জন সদস্য তৃণমূলে যোগ দিল কুলপিতে

আপডেট : ৬ জুলাই ২০২৫, রবিবার

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,রায়দীঘি: ভোটের আগে কুলপিতে আই এস এফে বড়সড় ভাঙ্গন, কুলপি ব্লকের ৩৪ জন আইএসএফ সদস্য তৃণমূলে যোগ দিলেন রবিবার। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলপি ব্লকে আই এস এফ শূন্য।গত পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূলকে পরাস্ত করে ৩৪ জন জয়লাভ করে।

আইএসএফ থেকে ৩৪জন সদস্য তৃণমূলে যোগ দিল কুলপিতে

আই এস এফ-এর ব্লক সভাপতি ও কুলপি ব্লকের বিরোধী দলনেতা সহ সবাই রবিবার মথুরাপুরের কৃষ্ণচন্দ্রপুরে সুন্দরবন জেলা তৃনমূল যুব কংগ্রেসের সাংগঠনিক সভায় তৃণমূলে যোগ দিল সাংসদ বাপি হালদারের হাত ধরে। আগামী দিনের সবাই তৃণমূলের হয়ে লড়াই করবে এমনই অঙ্গীকার বদ্ধ হলেন তারা।
এর ফলে কুলপি ব্লক আইএসএফ শূন্য হল।

আরও পড়ুন: সরকারী সাহায্য অমিল, তৃণমূলের সাহায্যে বেঁচে রয়েছেন দুর্ঘটনায় মৃত ডেলিভেরী বয়ের পরিবার

আরও পড়ুন: Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের