২১ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ৩ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

পদ্ম শিবির ছেড়ে ‘পিকে’র দলে জনপ্রিয় ইউটিউবার মণীশ কাশ্যপ

চামেলি দাস
  • আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার
  • / 229

পুবের কলম ওয়েবডেস্ক: বিহারে নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের জনসূরজ পার্টিতে যোগ দিল বিখ্যাত ইউটিউবার মণীশ কাশ্যপ। পদ্ম শিবির ছেড়ে এদিন তিনি পিকের পার্টিতে নাম লেখান। সোমবার তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন প্রশান্ত কিশোর।

গত বছরের জুন মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন মণীশ। কিছুদিন পরে বিজেপি থেকে ইস্তফা দেন তিনি। সম্প্রতি জনসূরজের সভাপতি উদয় সিংয়ের সঙ্গে একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে তিনি লেখেন, ৭ জুলাই বাপু অডিটোরিয়াম। প্রতিটি বাড়িতে আশার আলো জ্বলবে, পলায়নের দুঃখ ঘুচবে, আবারও নয়া বিহার তৈরি করব আমরা। সেই ঘোষণার পর সোমবার পিকের দলে যোগ দিলেন মণীশ।

প্রশান্ত কিশোর বলেন, যারা বিহারের বর্তমান অবস্থার পরিবর্তন চান তাঁদের সকলকে জনসূরজে স্বাগত। অন্যদিকে মণীশ বলেন, ‘এবার আমাদের রাজ্যের ভাগ্য নির্ধারিত হবে। আগামী ৫ বছর আপনাদের হবে। রাজ্যের অবস্থা সম্পর্কে আপনারা সকলে স্বাগত, বিহারে এখন কেউ নিরাপদ নন। বিহারকে নিরাপদ করতে হলে জনসূরজের প্রয়োজন।’

আরও পড়ুন: বিহার নির্বাচনে এনডিএর টিকিট বণ্টনে উচ্চবর্ণের দাপট! বলছে তথ্য

ইউটিউবে মণীশের সাবস্ক্রাইবার ৯.২৯ মিলিয়ন। নিজেকে বিহারপুত্র বলে দাবি করা মণীশ প্রথমবার রাজনীতির ময়দানে নামেন ২০২০ সালে। ওই বছর পশ্চিম চম্পারনের চনপটিয়া বিধানসভায় নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ে নামলেও তৃতীয় স্থান পান। এরপর গত বছর বিজেপিতে যোগ দেন। অবশেষে বিহারে পরিবর্তনের লক্ষ্য নিয়ে জনসূরজ দলে যোগ দিলেন মণীশ। এবারের নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে পিকের দল মনে করা হচ্ছে এবার চনপটিয়া কেন্দ্রে প্রার্থী করা হতে পারে তাঁকে।

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

এক চিকিৎসককে মারধরের অভিযোগে ওঠে মণীশের বিরুদ্দে। এর আগে সরণ জেলা প্রশাসন ১১টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই তালিকায় ছিল মণীশের চ্যানেলের নাম। তামিলনাড়ুতে বিহারীদের উপর এক হিংসার ঘটনায় ভিডিও তুলে ধরে আইনি জটিলতায় পড়েছিলেন তিনি। এই ঘটনায় তামিলনাড়ুতে একাধিক ধারায় মামলা হয়। ৯ মাস জেলে থাকতে হয়। এবার সেই মণীশ পিকে দলে নাম লেখালো।

আরও পড়ুন: ১৫০টির বেশি আসন পাবে জন সুরাজ পার্টি: ভোটের আগে বড় দাবি পিকের

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পদ্ম শিবির ছেড়ে ‘পিকে’র দলে জনপ্রিয় ইউটিউবার মণীশ কাশ্যপ

আপডেট : ৭ জুলাই ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক: বিহারে নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের জনসূরজ পার্টিতে যোগ দিল বিখ্যাত ইউটিউবার মণীশ কাশ্যপ। পদ্ম শিবির ছেড়ে এদিন তিনি পিকের পার্টিতে নাম লেখান। সোমবার তাঁর হাতে দলীয় পতাকা তুলে দেন প্রশান্ত কিশোর।

গত বছরের জুন মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন মণীশ। কিছুদিন পরে বিজেপি থেকে ইস্তফা দেন তিনি। সম্প্রতি জনসূরজের সভাপতি উদয় সিংয়ের সঙ্গে একটি ছবি প্রকাশ্যে আসে। যেখানে তিনি লেখেন, ৭ জুলাই বাপু অডিটোরিয়াম। প্রতিটি বাড়িতে আশার আলো জ্বলবে, পলায়নের দুঃখ ঘুচবে, আবারও নয়া বিহার তৈরি করব আমরা। সেই ঘোষণার পর সোমবার পিকের দলে যোগ দিলেন মণীশ।

প্রশান্ত কিশোর বলেন, যারা বিহারের বর্তমান অবস্থার পরিবর্তন চান তাঁদের সকলকে জনসূরজে স্বাগত। অন্যদিকে মণীশ বলেন, ‘এবার আমাদের রাজ্যের ভাগ্য নির্ধারিত হবে। আগামী ৫ বছর আপনাদের হবে। রাজ্যের অবস্থা সম্পর্কে আপনারা সকলে স্বাগত, বিহারে এখন কেউ নিরাপদ নন। বিহারকে নিরাপদ করতে হলে জনসূরজের প্রয়োজন।’

আরও পড়ুন: বিহার নির্বাচনে এনডিএর টিকিট বণ্টনে উচ্চবর্ণের দাপট! বলছে তথ্য

ইউটিউবে মণীশের সাবস্ক্রাইবার ৯.২৯ মিলিয়ন। নিজেকে বিহারপুত্র বলে দাবি করা মণীশ প্রথমবার রাজনীতির ময়দানে নামেন ২০২০ সালে। ওই বছর পশ্চিম চম্পারনের চনপটিয়া বিধানসভায় নির্দল প্রার্থী হয়ে লড়াইয়ে নামলেও তৃতীয় স্থান পান। এরপর গত বছর বিজেপিতে যোগ দেন। অবশেষে বিহারে পরিবর্তনের লক্ষ্য নিয়ে জনসূরজ দলে যোগ দিলেন মণীশ। এবারের নির্বাচনে ২৪৩ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা করেছে পিকের দল মনে করা হচ্ছে এবার চনপটিয়া কেন্দ্রে প্রার্থী করা হতে পারে তাঁকে।

আরও পড়ুন: বিহার নির্বাচনে আরও ৬ আসনে প্রার্থী ঘোষণা করল কংগ্রেস

এক চিকিৎসককে মারধরের অভিযোগে ওঠে মণীশের বিরুদ্দে। এর আগে সরণ জেলা প্রশাসন ১১টি ইউটিউব চ্যানেলকে নিষিদ্ধ করা হয়েছিল। সেই তালিকায় ছিল মণীশের চ্যানেলের নাম। তামিলনাড়ুতে বিহারীদের উপর এক হিংসার ঘটনায় ভিডিও তুলে ধরে আইনি জটিলতায় পড়েছিলেন তিনি। এই ঘটনায় তামিলনাড়ুতে একাধিক ধারায় মামলা হয়। ৯ মাস জেলে থাকতে হয়। এবার সেই মণীশ পিকে দলে নাম লেখালো।

আরও পড়ুন: ১৫০টির বেশি আসন পাবে জন সুরাজ পার্টি: ভোটের আগে বড় দাবি পিকের