বিহারে কাজে গিয়ে নিখোঁজ জয়নগরের যুবক,উদ্বিগ্ন পরিবার

- আপডেট : ১২ জুলাই ২০২৫, শনিবার
- / 253
কুতুব উদ্দিন মোল্লা, ক্যানিং: পেটের দায়ে ভীন রাজ্যে কাজ গিয়েছিলেন যুবক।সেখানেই নিখোঁজ হয়ে যায়। যুবকের খোঁজ না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের লোকজন।ইতিমধ্যে থানায় অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে,দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার অন্তর্গত চরাঘাটা গোদাবর গ্রামের বাসিন্দা যুবক বাপ্পা সেখ।গত ২০ জুন বিহারের ভোজপুর জেলার জগদীশ পুর থানার দুধপুর এলাকায় রাজমিস্ত্রীর কাজে গিয়েছিলেন। কয়েকদিন কাজ করার পর আচমকা ৬ জুলাই মহরমের দিন থেকে নিখোঁজ হয়ে যায়। সঙ্গী সাথীরা বিস্তর খোঁজাখুঁজি করে না পেয়ে ১০ জুলাই স্থানীয় জগদীশপুর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেন।অন্যদিকে বাপ্পা সেখ এর খোঁজ না পেয়ে কান্নায় ভেঙে পড়েছে তার বাবা মা ও স্ত্রী ।
ওই যুবকের সঙ্গী গিয়াসউদ্দিন পৈলান বিহার থেকে জানিয়েছেন, ‘এক সাথেই কাজ করছিলাম। আচমকা মহরমের দিন দোকানে যাচ্ছি বলে আর ফিরে আসে নি। বাড়িতে ও ফিরে যায়নি। বিস্তর খোঁজাখুঁজি করে না পেয়ে জগদীশপুর থানায় অভিযোগ দায়ের করেছি।’
অন্যদিকে নিখোঁজ যুবকের স্ত্রী তামানা সেখে কান্না ভেজা গলায় জানিয়েছেন ‘আমার স্বামী যাতে খুব তাড়াতাড়ি উদ্ধার হয় সেই আবেদন জানিয়েছি পুলিশ প্রশাসনের কাছে।’
অন্যদিকে নিখোঁজ যুবকের বাবা আমিনউদ্দিন সেখ জানিয়েছেন, ‘কর্মক্ষেত্র সংলগ্ন জগদীশপুর থানায় নিখোঁজ অভিযোগ দায়ের করেছি। ছেলের জন্য উদ্বিগ্ন রয়েছি। তাড়াতাড়ি যাতে ফিরে আসে সেই অপেক্ষায় চাতকের মতো তাকিয়ে রয়েছি পরিবারের সকল সদস্যরা। ’