খেলার সঙ্গে রাজনীতি না জড়ানোর আর্জি কেন্দ্রীয় মন্ত্রীর
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’: ভারত-পাক ম্যাচ ব্যাতিলে আপত্তি জানালেন কেন্দ্রীয় মন্ত্রী

- আপডেট : ২০ জুলাই ২০২৫, রবিবার
- / 31
মারুফা খাতুন: ভারত-পাক ম্যাচ ব্যাতিলে আপত্তি জানালেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়াল। স্পষ্টভাবে খেলার সঙ্গে রাজনীতি জুড়ে না দিতে আর্জি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, বাতিল বহু প্রতিক্ষীত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ওফ লেজেন্ডসের ভারত-পাক ম্যাচটি। পহেলগাও ঘটনার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের সঙ্গে ম্যাচ খেলতে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছে শিখর ধাওয়ান, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং-রা। যার জেরেই ম্যাচটি বাতিল করতে বাধ্য হয় আয়োজকরা।
ডব্লিউসিএল সিজন ২ শুরু হয়েছিল গত ১৮ই জুলাই। পাকিস্তান বনাম ইংল্যান্ড-এর ম্যাচ দিয়ে শুরু হয়েছিল সূচনা পর্ব। কিন্তু বরাবরের মতই পাখির চোখ ছিল ভারত-পাকিস্তানের ম্যাচের উপর। যেটি আজ রাতে অর্থাৎ ২০-এ জুলাই হওয়ার কথা ছিল। রবিবার রাতেই ইংল্যান্ডের বার্মিংহামে শাহিদ আফ্রিদির পাকিস্তান লেজেন্ডদের বিরুদ্ধে নামার কথা ছিল অবসরপ্রাপ্ত ভারতীয়দের দলের।
ভারতীয় দলে রয়েছেন শিখর ধাওয়ান, স্টুয়ার্ট বিনি, বরুণ অ্যারন, ইরফান পাঠান, ইউসুফ পাঠান, হরভজন সিং, অম্বাতি রায়ডু, ইউসুফ পাঠান, রবিন উথাপ্পারা। অন্যদিকে পাকিস্তান দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে শাহিদ আফ্রিদিকে। এই দলে রয়েছেন সরফরাজ খান, সইদ আজমল, সোহেল খান এবং আমির ইয়ামিনের মতো ক্রিকেটাররা । তবে পহেলগাঁও হামলার পর ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আপত্তি তুলেছিলেন ভারতীয় সমর্থকেরা। পুরনো একটি টুইটকে কেন্দ্র করে শুরু হয় বিতর্ক। তারপরেই নাম তুলে নেন হরভজন সিংহ, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইরফান ও ইউসুফ পাঠান। যার জেরে বাতিল হয়েছে খেলা।
যদিও খেলার সঙ্গে রাজনৈতিক বিষয় না জড়াতেই মন্তব্য করেছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আতাওয়ালে। তিনি বলেন, ভারতের মাটিতে খেলা হলে বিষয়টি অন্যরকমভাবে বিবেচনা করা যেত। খেলাটা যেহেতু ইংল্যান্ডের মাটিতে তাই বাতিল করার কোনও প্রয়োজন ছিল না।
তিনি আরও বলেন, আমরা পাকিস্তানকে যুদ্ধে হারিয়েছি। অতীতে ওদের ক্রিকেট দলকেও হারিয়েছি। তাই বিরোধীদের খেলার মাঠে রাজনীতি টেনে আনা একেবারেই উচিৎ নয়। এটা ঠিক যে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা হয়েছিল। যার জবাবে আমরা ওদের জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছি। কিন্তু তার সঙ্গে খেলাকে জড়িয়ে ফেলা ঠিক নয়।