২২ জুলাই ২০২৫, মঙ্গলবার, ৬ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ
BRAKING :
প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দন

কিবরিয়া আনসারি
- আপডেট : ২১ জুলাই ২০২৫, সোমবার
- / 37
পুবের কলম ওয়েবডেস্ক: প্রয়াত হলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা ভিএস অচ্যুতানন্দন। সোমবার তিরুবনন্তপুরমের একটি বেসরকারি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০১ বছর। এদিন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-সহ অন্য বাম নেতারা অচ্যুতানন্দনকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
উল্লেখ্য, গতমাসে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর এই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল অচ্যুতানন্দনকে। তারপর থেকে এই হাসপাতালেই চিকিৎসাধীন ছিলেন। অবশেষে সোমবার না ফেরার দেশে চলে গেলেন বর্ষীয়ান সিপিএম নেতা।
১৯২৩ সালের ২০ অক্টোবর কেরলের আলাপ্পুঝাতে জন্ম অচ্যুতানন্দনের। ১৬ বছর বয়সেই স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন। ১৯৬৪ সালে সিপিআই ভেঙে যখন সিপিএম তৈরি হয়, তখন সিপিএম-র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যদের একজন ছিলেন বর্ষীয়ান সিপিএম নেতা। অচ্যুতানন্দন ২০০৬ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৯ সালে মৃদু স্ট্রোক হওয়ার পর থেকে রাজনীতির ময়দানে আর তাঁকে দেখা যায়নি।