পাকিস্তান সফরে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান

- আপডেট : ২২ জুলাই ২০২৫, মঙ্গলবার
- / 44
পুবের কলম, ইসলামাবাদ: ইরানেব প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আগামী ২৬ জুলাই (শনিবার) পাকিস্তান সফরে যাচ্ছেন। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে ইসলামাবাদ ও তেহরান উভয়ই। সফরের মূল উদ্দেশ্য;দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা এবং পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি ও ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির মধ্যে সোমবার টেলিফোনে এক আলোচনায় এই সফরটি নিয়ে কথা হয়। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়েছে, মোমেনি এই ফোনে সম্প্রতি পাকিস্তানে বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় শোক প্রকাশ করেন এবং একইসঙ্গে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সফর নিয়েও আলোচনা করেন।
পেজেশকিয়ান গত এক বছরের মধ্যে দ্বিতীয় ইরানি প্রেসিডেন্ট যিনি পাকিস্তান সফর করবেন। এর আগে, ২০২৪ সালের এপ্রিল মাসে তৎকালীন প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তিনদিনের রাষ্ট্রীয় সফরে ইসলামাবাদ গিয়েছিলেন।
যদিও সফরের নির্দিষ্ট কর্মসূচি এখনো প্রকাশ পায়নি, তবে কূটনৈতিক সূত্রে জানা গেছে, এই সফরে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্যিক সম্পর্ক এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, বিশেষ করে সীমান্তবর্তী সংঘর্ষ ও সন্ত্রাসবাদবিরোধী কৌশল নিয়ে আলোচনা হবে।
বিশ্লেষকদের মতে, ইরান ও পাকিস্তানের মধ্যে দীর্ঘদিনের সাংস্কৃতিক ও ধর্মীয় সম্পর্ক রয়েছে, তবে ভূরাজনৈতিক বাস্তবতা ও নিরাপত্তাজনিত উদ্বেগ দুই দেশের সম্পর্ককে মাঝে মধ্যেই জটিল করে তোলে। এই সফর নতুন প্রশাসনের নেতৃত্বে সম্পর্ক পুনর্গঠন ও আস্থা বৃদ্ধির এক গুরুত্বপূর্ণ সুযোগ হতে পারে।