০৬ নভেম্বর ২০২৫, বৃহস্পতিবার, ১৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

স্বপ্নের ছন্দে পাকিস্তান, স্বপ্নের ফর্মে বাবর-রিজওয়ান

অর্পিতা লাহিড়ী
  • আপডেট : ৩ নভেম্বর ২০২১, বুধবার
  • / 38

পুবের কলম ওয়েবডেস্ক; এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপে দারুণ ছন্দে পাকিস্তান।টিম তেমনি স্বপ্নের ফর্মে রয়েছেন পাক  দলের দুই ওপেনার অধিনায়ক বাবর আজম ও মুহাম্মদ রিজওয়ান। নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে দিয়েছে তারা। এ ম্যাচে ব্যাট হাতে ৭০ রানের ইনিংস খেলে অনন্য নজির গড়লেন তিনি। এ বারের টি-২০ বিশ্বকাপে তিনটি হাফ সেঞ্চুরি করলেন বাবর।

একই বিশ্বকাপে আর কোনও অধিনায়কের এতগুলি অর্ধশতরান নেই। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে অপরাজিত ৬৮, আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৫১ এবং নামিবিয়ার বিরুদ্ধে ৭০ রান। অধিনায়কের মতোই ছন্দে রয়েছেন ওপেনার মুহাম্মদ রিজওয়ানও। নামিবিয়ার বিপক্ষে ৫০ বলে ৭৯ রান করেন তিনি। ওপেনিং জুটিতে রিজওয়ান ও বাবর ১১৩ রান তোলেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম জুটি হিসাবে এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করার নজির গড়লেন এই দু’জনে। এই বছর টি-২০ ক্রিকেটে এই জুটির মোট ৪টি শতরানের জুটি রয়েছে।  এক ক্যালেন্ডার বছরে এটিও একটি রেকর্ড।

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

স্বপ্নের ছন্দে পাকিস্তান, স্বপ্নের ফর্মে বাবর-রিজওয়ান

আপডেট : ৩ নভেম্বর ২০২১, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক; এই মুহূর্তে টি-২০ বিশ্বকাপে দারুণ ছন্দে পাকিস্তান।টিম তেমনি স্বপ্নের ফর্মে রয়েছেন পাক  দলের দুই ওপেনার অধিনায়ক বাবর আজম ও মুহাম্মদ রিজওয়ান। নিজেদের শেষ ম্যাচে নামিবিয়াকে ৪৫ রানে হারিয়ে দিয়েছে তারা। এ ম্যাচে ব্যাট হাতে ৭০ রানের ইনিংস খেলে অনন্য নজির গড়লেন তিনি। এ বারের টি-২০ বিশ্বকাপে তিনটি হাফ সেঞ্চুরি করলেন বাবর।

একই বিশ্বকাপে আর কোনও অধিনায়কের এতগুলি অর্ধশতরান নেই। প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে অপরাজিত ৬৮, আফগানিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে ৫১ এবং নামিবিয়ার বিরুদ্ধে ৭০ রান। অধিনায়কের মতোই ছন্দে রয়েছেন ওপেনার মুহাম্মদ রিজওয়ানও। নামিবিয়ার বিপক্ষে ৫০ বলে ৭৯ রান করেন তিনি। ওপেনিং জুটিতে রিজওয়ান ও বাবর ১১৩ রান তোলেন। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে প্রথম জুটি হিসাবে এক ক্যালেন্ডার বছরে ১০০০ রান করার নজির গড়লেন এই দু’জনে। এই বছর টি-২০ ক্রিকেটে এই জুটির মোট ৪টি শতরানের জুটি রয়েছে।  এক ক্যালেন্ডার বছরে এটিও একটি রেকর্ড।

আরও পড়ুন: পাক সীমান্ত লঙ্ঘন করলে ফের হামলা চলবে: তালিবানকে হুঁশিয়ারি পাক প্রতিরক্ষামন্ত্রীর

আরও পড়ুন: নিয়ন্ত্রণরেখায় ফের সংঘর্ষবিরতি ভাঙল পাকিস্তান, লিপা ভ্যালিতে গুলি চালনা