কংগ্রেসে বাড়ছে ভাঙন? রাহুল গান্ধীর মন্তব্যের বিরোধিতা শশী থারুরের

- আপডেট : ৩ অগাস্ট ২০২৫, রবিবার
- / 37
পুবের কলম ওয়েবডেস্ক: ভারতীয় জাতীয় কংগ্রেসে ফের বাড়ছে অভ্যন্তরীণ ফাটল। দলের প্রবীণ নেতা ও কেরলের সাংসদ ডঃ শশী থারুর প্রকাশ্যেই বিরোধিতা করলেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক মন্তব্যের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ভারতের অর্থনীতিকে ‘ডেড ইকোনমি’ বলে উল্লেখ করলে রাহুল গান্ধী এই মন্তব্যকে সমর্থন করে দাবি করেন, “ভারতের অর্থনীতি মৃত, মোদী তাকে খুন করেছেন”। তাঁর আরও বক্তব্য ছিল, “প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী ছাড়া সবাই জানে দেশে কী চলছে। আমি খুশি যে ট্রাম্প এই বিষয়টি তুলেছেন।”
তবে রাহুলের সেই বক্তব্যের সঙ্গে মোটেও একমত নন কংগ্রেসেরই বর্ষীয়ান মুখ শশী থারুর। তাঁর পরিলক্ষিত মত, “ট্রাম্প ভারতীয় অর্থনীতি সম্পর্কে যা বলেছেন তা একেবারেই সত্য নয় এবং আমরা সবাই তা জানি।” ফলত, প্রকাশ্যে দুই শীর্ষ কংগ্রেস নেতার মধ্যে মতভেদের ছবি ফুটে উঠেছে।
এর আগেও ‘অপারেশন সিঁদুর’ ইস্যুতে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বাধীন মোদী সরকারের পাশে দাঁড়িয়েছিলেন থারুর। তাঁর স্পষ্ট বক্তব্য ছিল, “দেশ সবার আগে, দল নয়।” সরকার তাঁকে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিনিধিদলের প্রধান করে আমেরিকায় পাঠালে, সে সময়ও দলে মতভেদের সুর চর্চায় আসে।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আসন্ন লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে এই ধরনের প্রকাশ্য দ্বন্দ্ব দলের ঐক্য, নেতৃত্ব এবং জনভিত্তির উপর বিরূপ প্রভাব ফেলতে পারে।