০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

রায়গঞ্জের হাসপাতালে ছ’মাসের শিশু করোনা আক্রান্ত

রফিকুল হাসান
  • আপডেট : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার
  • / 61

পুবের কলম প্রতিবেদক, রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একটি ছ’মাসের এক শিশুর দেহে মিলল করোনা ভাইরাসের জীবাণু। গত ২৯ অক্টোবর ওই শিশুটিকে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলাকালীন গত ৩ নভেম্বর  তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ওইদিন রাতেই তার দেহের করোনা ভাইরাসের অস্তিত্ব  পাওয়া যায়। দ্রুত তাকে শিশু বিভাগ থেকে সরিয়ে করোনা বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। যদিও শিশুটি বর্তমানে চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে বলেই জানিয়েছে মেডিকাল কলেজ কর্তৃপক্ষ। তাদের দাবি এই মেডিকেল কলেজে প্রথম কোন শিশু করনা ভাইরাসে আক্রান্ত হল। তবে ভয়ের কোন কারণ নেই বলেই আপাতদৃষ্টিতে মনে করা হচ্ছে। 

অন্যদিকে করোনার তৃতীয় ঢেউ সামলাতে পিকু বিভাগ দ্রুত তৈরি করার কাজ করা হচ্ছে বলে দাবি করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে অক্সিজেন পাইপলাইনের কাজ চলছে। সেটি সম্পন্ন হলেই ওই বিভাগ চালু করা সম্ভব হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এই বিষয়ে কলেজ ও হাসপাতালের সুপার প্রিয়ঙ্কর রায় বলেন, “আমরা একটি শিশুর দেহে করোনাভাইরাস পেয়েছি। তার চিকিৎসা চলছে। শিশুদের জন্য উন্নত পিকু বিভাগ দ্রুত চালু করা হবে।”

আরও পড়ুন: করোনার মাঝেও পাঁচ রাজ্যের  ভোট ঘোষণা কমিশনের

আরও পড়ুন: ভোটও এখন বন্ধ রাখা দরকার,  ব্যাক্তিগত মত  সাংসদ অভিষেকের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

রায়গঞ্জের হাসপাতালে ছ’মাসের শিশু করোনা আক্রান্ত

আপডেট : ৪ নভেম্বর ২০২১, বৃহস্পতিবার

পুবের কলম প্রতিবেদক, রায়গঞ্জ: রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন একটি ছ’মাসের এক শিশুর দেহে মিলল করোনা ভাইরাসের জীবাণু। গত ২৯ অক্টোবর ওই শিশুটিকে জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। চিকিৎসা চলাকালীন গত ৩ নভেম্বর  তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ওইদিন রাতেই তার দেহের করোনা ভাইরাসের অস্তিত্ব  পাওয়া যায়। দ্রুত তাকে শিশু বিভাগ থেকে সরিয়ে করোনা বিভাগে স্থানান্তরিত করা হয়েছে। যদিও শিশুটি বর্তমানে চিকিৎসায় ভালো সাড়া দিচ্ছে বলেই জানিয়েছে মেডিকাল কলেজ কর্তৃপক্ষ। তাদের দাবি এই মেডিকেল কলেজে প্রথম কোন শিশু করনা ভাইরাসে আক্রান্ত হল। তবে ভয়ের কোন কারণ নেই বলেই আপাতদৃষ্টিতে মনে করা হচ্ছে। 

অন্যদিকে করোনার তৃতীয় ঢেউ সামলাতে পিকু বিভাগ দ্রুত তৈরি করার কাজ করা হচ্ছে বলে দাবি করেছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। বর্তমানে অক্সিজেন পাইপলাইনের কাজ চলছে। সেটি সম্পন্ন হলেই ওই বিভাগ চালু করা সম্ভব হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। এই বিষয়ে কলেজ ও হাসপাতালের সুপার প্রিয়ঙ্কর রায় বলেন, “আমরা একটি শিশুর দেহে করোনাভাইরাস পেয়েছি। তার চিকিৎসা চলছে। শিশুদের জন্য উন্নত পিকু বিভাগ দ্রুত চালু করা হবে।”

আরও পড়ুন: করোনার মাঝেও পাঁচ রাজ্যের  ভোট ঘোষণা কমিশনের

আরও পড়ুন: ভোটও এখন বন্ধ রাখা দরকার,  ব্যাক্তিগত মত  সাংসদ অভিষেকের