১৯ অগাস্ট ২০২৫, মঙ্গলবার, ২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সার্বভৌমত্বের সঙ্গে আপস, চিনা বিদেশমন্ত্রী দিল্লিতে! কংগ্রেস

মারুফা খাতুন
  • আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার
  • / 16

পুবের কলম ওয়েবডেস্ক : ভারতের সার্বভৌমত্বের সঙ্গে আপস করে কেন্দ্রীয় সরকার চিনের সঙ্গে দহরমমহরম করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোমবার তাঁর এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, আজই চিনের বিদেশমন্ত্রী ওয়াং য়ি নয়াদিল্লিতে এসেছেন। তাঁর সঙ্গে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা সুসম্পর্ক তৈরির রূপরেখা রচনা করবেন।

অথচ মাত্র ৩ মাস আগে এই চিনের তৈরি অস্ত্র এবং গোয়েন্দাগিরির তথ্যকে হাতিয়ার করেই পাকিস্তান অপারেশন সিঁদুর এর সময় পাল্লা দিয়েছিল। সেনাবাহিনীর ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল রাকেশ সিংই বলেছিলেন, চিনের দেওয়া জে -১০ সি যুদ্ধবিমান, পিএল ১৫ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোয়েন্দা মাধ্যমে মেলা তথ্যকে হাতিয়ার করেই পাকিস্তান যুঝতে সক্ষম হয়েছিল। তাছাড়া ২০২০ সালে গলওয়ানে ভারতীয় সেনাদের উপর চিনের হামলার কথা ভুলে গেল বিজেপি সরকার?

আরও পড়ুন: কংগ্রেসের চাপেই গব্বর সিং ট্যাক্স কমাচ্ছেন মোদি: জয়রাম

রমেশ লিখেছেন, চিন ইয়ারলুং সাংপো নদীর উপর ৬০ গিগাওয়াটের বিদ্যুৎ তৈরির উদ্দেশ্যে যে মেডং বাঁধ নির্মাণ করছে তা হলে ভারতের প্রভূত ক্ষতি হবে। তারপর ২০২৪ সালের অক্টোবরে ভারত চিনের সঙ্গে একপেশে চুক্তি করে ডেপসাং, ডেমচক এবং চুমারে টহলদারি বন্ধ করে দিয়েছে। ফলে গলওয়ানের কাছে ভারত চিরকাল যে ভূখণ্ড নিজের বলে দাবি করত সেখানে সংরক্ষিত এলাকা তৈরি করে নিয়েছে চিন। অথচ এই চিন ২০২০ সালে গলওয়ানে ২০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছিল। সেই দেশকে ৪ বছর বাদে ক্লিনচিট দিল মোদি সরকার।

আরও পড়ুন: বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি হলেন Abhijit Mukherjee

দুদিনের সফরে চিনের বিদেশমন্ত্রী এদিন দিল্লিতে এসেছেন। মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে কথা বলবেন। এছাড়া বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সীমান্ত, বাণিজ্য এবং দুদেশে ফের সরাসরি বিমান চলাচল শুরু করা নিয়েও কথা হবে। বিশেষ করে ট্রাম্পের চাপে পড়ে এখন ভারতকে রফতানি এবং পেট্রোপণ্য কেনার বিকল্প পথ খুঁজতে হচ্ছে।

আরও পড়ুন: ২০৩০ সালে কমনওয়েথ গেমস আয়োজনের আবেদন ভারতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

সার্বভৌমত্বের সঙ্গে আপস, চিনা বিদেশমন্ত্রী দিল্লিতে! কংগ্রেস

আপডেট : ১৮ অগাস্ট ২০২৫, সোমবার

পুবের কলম ওয়েবডেস্ক : ভারতের সার্বভৌমত্বের সঙ্গে আপস করে কেন্দ্রীয় সরকার চিনের সঙ্গে দহরমমহরম করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে কংগ্রেস। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সোমবার তাঁর এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, আজই চিনের বিদেশমন্ত্রী ওয়াং য়ি নয়াদিল্লিতে এসেছেন। তাঁর সঙ্গে কেন্দ্রীয় সরকারের মন্ত্রীরা সুসম্পর্ক তৈরির রূপরেখা রচনা করবেন।

অথচ মাত্র ৩ মাস আগে এই চিনের তৈরি অস্ত্র এবং গোয়েন্দাগিরির তথ্যকে হাতিয়ার করেই পাকিস্তান অপারেশন সিঁদুর এর সময় পাল্লা দিয়েছিল। সেনাবাহিনীর ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল রাকেশ সিংই বলেছিলেন, চিনের দেওয়া জে -১০ সি যুদ্ধবিমান, পিএল ১৫ ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং গোয়েন্দা মাধ্যমে মেলা তথ্যকে হাতিয়ার করেই পাকিস্তান যুঝতে সক্ষম হয়েছিল। তাছাড়া ২০২০ সালে গলওয়ানে ভারতীয় সেনাদের উপর চিনের হামলার কথা ভুলে গেল বিজেপি সরকার?

আরও পড়ুন: কংগ্রেসের চাপেই গব্বর সিং ট্যাক্স কমাচ্ছেন মোদি: জয়রাম

রমেশ লিখেছেন, চিন ইয়ারলুং সাংপো নদীর উপর ৬০ গিগাওয়াটের বিদ্যুৎ তৈরির উদ্দেশ্যে যে মেডং বাঁধ নির্মাণ করছে তা হলে ভারতের প্রভূত ক্ষতি হবে। তারপর ২০২৪ সালের অক্টোবরে ভারত চিনের সঙ্গে একপেশে চুক্তি করে ডেপসাং, ডেমচক এবং চুমারে টহলদারি বন্ধ করে দিয়েছে। ফলে গলওয়ানের কাছে ভারত চিরকাল যে ভূখণ্ড নিজের বলে দাবি করত সেখানে সংরক্ষিত এলাকা তৈরি করে নিয়েছে চিন। অথচ এই চিন ২০২০ সালে গলওয়ানে ২০ জন ভারতীয় সেনাকে হত্যা করেছিল। সেই দেশকে ৪ বছর বাদে ক্লিনচিট দিল মোদি সরকার।

আরও পড়ুন: বীরভূম জেলা কংগ্রেসের সভাপতি হলেন Abhijit Mukherjee

দুদিনের সফরে চিনের বিদেশমন্ত্রী এদিন দিল্লিতে এসেছেন। মঙ্গলবার তিনি প্রধানমন্ত্রী মোদির সঙ্গে দেখা করে কথা বলবেন। এছাড়া বিদেশমন্ত্রী জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও চিনা বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলবেন। সীমান্ত, বাণিজ্য এবং দুদেশে ফের সরাসরি বিমান চলাচল শুরু করা নিয়েও কথা হবে। বিশেষ করে ট্রাম্পের চাপে পড়ে এখন ভারতকে রফতানি এবং পেট্রোপণ্য কেনার বিকল্প পথ খুঁজতে হচ্ছে।

আরও পড়ুন: ২০৩০ সালে কমনওয়েথ গেমস আয়োজনের আবেদন ভারতের