উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিলেন সি পি রাধাকৃষ্ণণ

- আপডেট : ২০ অগাস্ট ২০২৫, বুধবার
- / 34
পুবের কলম ওয়েবডেস্ক : উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ-এর নাম মনোনয়ন করা হয়েছে। নয়াদিল্লীতে বুধবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরও অনেক নেতাদের উপস্থিতিতে তিনি তাঁর মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আপাতত রাজ্যসভার মহাসচিব ও নির্বাচন রিটার্নিং অফিসার পি সি মোদীর কাছে চারটি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। চারটি মনোনয়নপত্রে প্রধান প্রস্তাবক হিসেবে, নাম রয়েছে মোদি, সিং, শাহ এবং জেডি(ইউ) নেতা রাজীব রঞ্জন সিং-এর। মনোনয়নপত্রের যাচাইয়ের পরে, রাধাকৃষ্ণণ আনুষ্ঠানিকভাবে একটি নথিপত্রে স্বাক্ষর করেন এবং এর স্বীকৃতি স্লিপ মোদিজির হাতে তুলে দেওয়া হয়।
এইদিন রাধাকৃষ্ণণের সঙ্গে উপস্থিত ছিলেন, মোদি, শাহ, সিনিয়র মন্ত্রী প্রহ্লাদ জোশী, ধর্মেন্দ্র প্রধান এবং টিডিপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী কে রাম মোহন নাইডু, শিবসেনা নেতা শ্রীকান্ত শিন্ডে, এলজেপিএসপি নেতা চিরাগ পাসওয়ান প্রমুখ নেতারা। সর্বপ্রথম মনোনয়নপত্র জমা দেওয়ার আগে রাধাকৃষ্ণণ, সংসদ ভবনের প্রেরণা স্থলে মহাত্মা গান্ধী সহ দেশবরেন্য, বিভিন্ন নেতাদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান।
সূত্রের খবর, রাজনৈতিক মহলের মতে, সংখ্যাগরিষ্ঠ সমর্থন থাকার কারণেই রাধাকৃষ্ণণের উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়া একপ্রকারভাবে নিশ্চিত।