Trinamool Congress: যৌথ সংসদীয় কমিটি বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের

- আপডেট : ২৩ অগাস্ট ২০২৫, শনিবার
- / 148
পুবের কলম ওয়েবডেস্ক : যৌথ সংসদীয় কমিটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। সংবিধানের ১৩০তম সংশোধনী বিল লোকসভায় পেশ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমিত শাহ। সেই বিল নিয়ে বিতর্ক শুরু হওয়ায় যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
তৃণমূল কংগ্রেসের (Trinammol Congress) তরফ থেকে আপত্তি জানিয়ে বলে হয়েছে যৌথ সংসদীয় কমিটি প্রহসন মাত্র। সেখানে তৃণমূলের (Trinamool Congress) কোন প্রতিনিধি নেই। সুতরাং এই প্রহসনে অংশ নেওয়ার কোন প্রশ্নই ওঠেনা। বিরোধীরা এই বিলের বিরোধিতা করেছে কারণ এই বিল আসলে অসংবিধানিক।
The All India Trinamool Congress Party (AITC) has decided to boycott the Joint Parliamentary Committee (JPC) to which three important bills were referred to by the Parliament recently. @bhadrakali20 https://t.co/ejZqvHK3kA — The New Indian Express (@NewIndianXpress) August 23, 2025
সেদিন তিনটে বিল সংসদে পেশ করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই তিনটি বিলের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হল, ১৩০তম সংশোধনী বিলে ফৌজদারি অভিযোগে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী, রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীরা গ্রেফতার হলে আর ৩০ দিন জেলে থাকলে তাঁদের মন্ত্রীত্ব খারিজ হবে।