১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
পদ্মায় তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের ওপি পয়েন্ট

মারুফা খাতুন
- আপডেট : ২৫ অগাস্ট ২০২৫, সোমবার
- / 135
পুবের কলম ওয়েবডেস্ক : ভগবানগোলা এক নম্বর ব্লক এর আখেরীগঞ্জ এলাকার নির্মলচর এর রাজাপুর পাতিবোনা এলাকায় পদ্মায় ভাঙ্গন ।পদ্মায় তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের ওপি পয়েন্ট।
পদ্মা ভাঙ্গনের তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের ওপি পয়েন্ট। ভারত-বাংলাদেশ সীমান্তের আখেরীগঞ্জ নির্মলচর পাতি বোনা এলাকায় পদ্মায় তলিয়ে গেল বিএসএফ ক্যাম্পের ওপি পয়েন্ট সেখানে ছিল ইলেকট্রিক লাইন। ইলেকট্রিক লাইনের তার এবং পোল অন্যান্য সরঞ্জাম।
ইলেকট্রিক তার পোস্ট এবং সোলার লাইট গুলো খুলে বিএসএফ ক্যাম্পে জমা রাখা হয়েছে। ভাঙ্গনের খবর পাওয়া মাত্রই তিনারা সেখানে ছুটে গিয়েছিলেন। এবং ইলেকট্রিক সরঞ্জাম গুলো উদ্ধার করে আপাতত বিএসএফ ক্যাম্পে রাখা হয়েছে।