১৪ জানুয়ারী ২০২৬, বুধবার, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ভোটার অধিকারের লড়াইয়ে জনজোয়ার, প্রিয়াঙ্কা গান্ধীর যোগদানে উচ্ছ্বসিত কংগ্রেস শিবির

পুবের কলম ওয়েবডেস্ক : লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে চলা ভোটার অধিকার যাত্রায় আজ ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো। মঙ্গলবার সুপৌল থেকে শুরু হওয়া দশম দিনের যাত্রায় সরাসরি অংশ নিলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর উপস্থিতিতে কংগ্রেস কর্মী-সমর্থকদের ভেতর নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে। আর মানুষের ভিড়ে পরিণত হয় এই যাত্রা এক জনসমুদ্রের রূপে।

কংগ্রেসের পতাকা হাতে হাজার হাজার কর্মী এদিন যাত্রায় সামিল হন। সুপৌল থেকে শুরু করে যাত্রা ঝাঁঝারপুর হয়ে দরভাঙ্গা পর্যন্ত এগোয়। কংগ্রেস বিহার শাখা এক ভিডিও প্রকাশ করে এক্স-এ লিখেছে “সুপৌলে গড়ে উঠেছে আন্দোলনের পরিবেশ। ভোটচোর, গদি ছাড়ো।”এই যাত্রার মূল উদ্দেশ্য হলো নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট পদক্ষেপের প্রতিবাদ জানানো। কমিশনের তথাকথিত ‘এসআইআর প্রক্রিয়া’-য় বিহারে ৬৫ লাখেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রের ফিলিস্তিন নীতির নিন্দায় মুখর Priyanka Gandhi

কংগ্রেস এবং মহাজোটের অন্য সহযোগী দলগুলো এটিকে ভোট চুরির চেষ্টা বলে কড়া সমালোচনা করছে। প্রসঙ্গত, এই যাত্রায় কংগ্রেসের পাশাপাশি মহাজোটের সব দলই অংশ নিয়েছে। আরজেডি নেতা ও সাবেক উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও নিয়মিতভাবে যাত্রার সঙ্গে আছেন। সোমবার বিরতির পর মঙ্গলবার ফের শুরু হওয়া যাত্রা জনমানসে বিরাট সাড়া ফেলেছে।

আরও পড়ুন: ওয়ানড়ে প্রিয়াঙ্কার জয় অবৈধ! কংগ্রেস নেত্রীকে সমন কেরল হাইকোর্টের

উল্লেখ্য যে, রাহুল গান্ধীর নেতৃত্বে এই ঐতিহাসিক “ভোটার অধিকার যাত্রা” শুরু হয়েছিল ১৭ আগস্ট সাসারাম থেকে। ১৬ দিনের এই যাত্রা ২০টি জেলার ভেতর দিয়ে অতিক্রম করবে প্রায় ১,৩০০ কিলোমিটার। সমাপনী অনুষ্ঠান হবে ১ সেপ্টেম্বর রাজধানী পাটনায় এক বিশাল সমাবেশের মধ্য দিয়ে। ইতিমধ্যেই যাত্রা ওরঙ্গাবাদ, গয়া, শেখপুরা, কাটিহার, পূর্ণিয়া, মুঙ্গের, ভাগলপুর হয়ে সুপৌলে পৌঁছেছে।

আরও পড়ুন: হাসপাতাল থেকে ফিরে ইউপিতে খোলা জিপে ভাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কা

সর্বধিক পাঠিত

এসআইআর-এর নামে ‘মৃত্যুমিছিল’! ৮৪ জনের প্রাণহানির দায়ে বিজেপিকে তোপ মমতার

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ভোটার অধিকারের লড়াইয়ে জনজোয়ার, প্রিয়াঙ্কা গান্ধীর যোগদানে উচ্ছ্বসিত কংগ্রেস শিবির

আপডেট : ২৬ অগাস্ট ২০২৫, মঙ্গলবার

পুবের কলম ওয়েবডেস্ক : লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে চলা ভোটার অধিকার যাত্রায় আজ ঐতিহাসিক মুহূর্ত তৈরি হলো। মঙ্গলবার সুপৌল থেকে শুরু হওয়া দশম দিনের যাত্রায় সরাসরি অংশ নিলেন কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর উপস্থিতিতে কংগ্রেস কর্মী-সমর্থকদের ভেতর নতুন উদ্দীপনা ছড়িয়ে পড়ে। আর মানুষের ভিড়ে পরিণত হয় এই যাত্রা এক জনসমুদ্রের রূপে।

কংগ্রেসের পতাকা হাতে হাজার হাজার কর্মী এদিন যাত্রায় সামিল হন। সুপৌল থেকে শুরু করে যাত্রা ঝাঁঝারপুর হয়ে দরভাঙ্গা পর্যন্ত এগোয়। কংগ্রেস বিহার শাখা এক ভিডিও প্রকাশ করে এক্স-এ লিখেছে “সুপৌলে গড়ে উঠেছে আন্দোলনের পরিবেশ। ভোটচোর, গদি ছাড়ো।”এই যাত্রার মূল উদ্দেশ্য হলো নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট পদক্ষেপের প্রতিবাদ জানানো। কমিশনের তথাকথিত ‘এসআইআর প্রক্রিয়া’-য় বিহারে ৬৫ লাখেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে কেটে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কেন্দ্রের ফিলিস্তিন নীতির নিন্দায় মুখর Priyanka Gandhi

কংগ্রেস এবং মহাজোটের অন্য সহযোগী দলগুলো এটিকে ভোট চুরির চেষ্টা বলে কড়া সমালোচনা করছে। প্রসঙ্গত, এই যাত্রায় কংগ্রেসের পাশাপাশি মহাজোটের সব দলই অংশ নিয়েছে। আরজেডি নেতা ও সাবেক উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবও নিয়মিতভাবে যাত্রার সঙ্গে আছেন। সোমবার বিরতির পর মঙ্গলবার ফের শুরু হওয়া যাত্রা জনমানসে বিরাট সাড়া ফেলেছে।

আরও পড়ুন: ওয়ানড়ে প্রিয়াঙ্কার জয় অবৈধ! কংগ্রেস নেত্রীকে সমন কেরল হাইকোর্টের

উল্লেখ্য যে, রাহুল গান্ধীর নেতৃত্বে এই ঐতিহাসিক “ভোটার অধিকার যাত্রা” শুরু হয়েছিল ১৭ আগস্ট সাসারাম থেকে। ১৬ দিনের এই যাত্রা ২০টি জেলার ভেতর দিয়ে অতিক্রম করবে প্রায় ১,৩০০ কিলোমিটার। সমাপনী অনুষ্ঠান হবে ১ সেপ্টেম্বর রাজধানী পাটনায় এক বিশাল সমাবেশের মধ্য দিয়ে। ইতিমধ্যেই যাত্রা ওরঙ্গাবাদ, গয়া, শেখপুরা, কাটিহার, পূর্ণিয়া, মুঙ্গের, ভাগলপুর হয়ে সুপৌলে পৌঁছেছে।

আরও পড়ুন: হাসপাতাল থেকে ফিরে ইউপিতে খোলা জিপে ভাইয়ের সঙ্গে প্রিয়াঙ্কা