২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

পুজোর খরচের হিসাব না দেওয়া কমিটিগুলো অনুদান পাবে না

মারুফা খাতুন
  • আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার
  • / 101

পুবের কলম ওয়েবডেস্ক : পুজোর খরচের হিসেব না দিলে, দেওয়া হবে না অনুদান, এমনটাই জানাল কলকাতা হাই কোর্ট। প্রত্যেক বছরের মত এই বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে পুজোর অনুদান ঘোষণা করেছেন। এবার তা নিয়ে আইনি জটিলতা দেখা দিল।

বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের যৌথ রায়, এক মাসে মধ্যে রাজ্যকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যে সব কমিটি সার্টিফিকেট দিয়েছে, একমাত্র তারাই অনুদান পাবে। আর যারা দেয়নি তারা পাবে না। রাজ্যে মোট ৪১,৭৯৯টি ক্লাব রয়েছে। তার মধ্যে থেকে শিলিগুড়ির তিনটি ক্লাব এখনও কোন রিপোর্ট জমা দেয়নি।

আরও পড়ুন: বাংলাদেশি চিহ্নিতকরণ: কেন জুনেই সারা দেশে অভিযান? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

মামলাকারীর পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও সার্টিফিকেট জমা পড়েনি। কলকাতা পুলিশের কাছ তথ্য চাইলেও তথ্য মেলেনি। এজি কিশোর দত্ত জানান, ২০২৪ সালে কলকাতার ২,৮৭৬টি ক্লাব সময়মতো সার্টিফিকেট জমা দেওয়ার পরেই, তাদের অনুদান দেওয়া হয়েছিল। আদালত জানিয়েছে, আগের নির্দেশ মেনে চলা হয়েছে কি না, সেটাই মুখ্য বিষয়। যেসব ক্লাব খরচের হিসাব জমা দেয়নি, তারা কোনওভাবেই অনুদান পাবে না।

আরও পড়ুন: বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পুশ ব্যাক? হাই কোর্টে উঠল বড় প্রশ্ন, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রককে তলব রিপোর্ট

এরআগে, দুর্গাপুজোতে সরকারি অনুদান নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল হাই কোর্টে। মামলাকারী অভিযোগ করেছিলেন, সরকারি অর্থ অপচয় করা হচ্ছে। জনগণের কাজে না  লাগিয়ে অকারণে পুজো কমিটিগুলিকে বিলিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাই কোর্টের অন্তর্বর্তী রায়: কলেজ ভর্তি ও চাকরির নিয়োগে কোনও বাধা নেই

অন্যদিকে  রাজ্য দাবি কররেছিল, এই অনুদান মূলত সচেতনতা কর্মসূচি, যেমন ‘সেফ  ড্রাইভ সেভ লাইফ’, ও বিশেষ পরিস্থিতি যেমন কোভিড প্রয়োজনীয় খরচের জন্য বরাদ্দ করা হয়েছিল।

 

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

পুজোর খরচের হিসাব না দেওয়া কমিটিগুলো অনুদান পাবে না

আপডেট : ২৭ অগাস্ট ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক : পুজোর খরচের হিসেব না দিলে, দেওয়া হবে না অনুদান, এমনটাই জানাল কলকাতা হাই কোর্ট। প্রত্যেক বছরের মত এই বছরও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্লাবগুলিকে পুজোর অনুদান ঘোষণা করেছেন। এবার তা নিয়ে আইনি জটিলতা দেখা দিল।

বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসের যৌথ রায়, এক মাসে মধ্যে রাজ্যকে ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে। এছাড়া নির্ধারিত সময়ের মধ্যে যে সব কমিটি সার্টিফিকেট দিয়েছে, একমাত্র তারাই অনুদান পাবে। আর যারা দেয়নি তারা পাবে না। রাজ্যে মোট ৪১,৭৯৯টি ক্লাব রয়েছে। তার মধ্যে থেকে শিলিগুড়ির তিনটি ক্লাব এখনও কোন রিপোর্ট জমা দেয়নি।

আরও পড়ুন: বাংলাদেশি চিহ্নিতকরণ: কেন জুনেই সারা দেশে অভিযান? প্রশ্ন কলকাতা হাই কোর্টের

মামলাকারীর পক্ষের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেন, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও সার্টিফিকেট জমা পড়েনি। কলকাতা পুলিশের কাছ তথ্য চাইলেও তথ্য মেলেনি। এজি কিশোর দত্ত জানান, ২০২৪ সালে কলকাতার ২,৮৭৬টি ক্লাব সময়মতো সার্টিফিকেট জমা দেওয়ার পরেই, তাদের অনুদান দেওয়া হয়েছিল। আদালত জানিয়েছে, আগের নির্দেশ মেনে চলা হয়েছে কি না, সেটাই মুখ্য বিষয়। যেসব ক্লাব খরচের হিসাব জমা দেয়নি, তারা কোনওভাবেই অনুদান পাবে না।

আরও পড়ুন: বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশে পুশ ব্যাক? হাই কোর্টে উঠল বড় প্রশ্ন, কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রককে তলব রিপোর্ট

এরআগে, দুর্গাপুজোতে সরকারি অনুদান নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল হাই কোর্টে। মামলাকারী অভিযোগ করেছিলেন, সরকারি অর্থ অপচয় করা হচ্ছে। জনগণের কাজে না  লাগিয়ে অকারণে পুজো কমিটিগুলিকে বিলিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ওবিসি শংসাপত্র বাতিল মামলায় হাই কোর্টের অন্তর্বর্তী রায়: কলেজ ভর্তি ও চাকরির নিয়োগে কোনও বাধা নেই

অন্যদিকে  রাজ্য দাবি কররেছিল, এই অনুদান মূলত সচেতনতা কর্মসূচি, যেমন ‘সেফ  ড্রাইভ সেভ লাইফ’, ও বিশেষ পরিস্থিতি যেমন কোভিড প্রয়োজনীয় খরচের জন্য বরাদ্দ করা হয়েছিল।