শি জিনপিংয়ের সাথে দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

- আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 65
পুবের কলম ওয়েবডেস্ক : চীনের রাষ্ট্রপতি শি জিনপিং ও রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সাংহাই কো-অপারেশন শীর্ষ সম্মেলনে তিয়ানজিনে আগামী ৩১শে অক্টোবর ও ১লা সেপ্টেম্বর হতে চলেছে এই বৈঠক।
শুল্ক বৃদ্ধি নিয়ে ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক দোটানায় রয়েছে। ইউক্রেনের সাথে যুদ্ধ চলাকালীন রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখার কারণে, ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এর বিরোধিতা করেছেন। এছাড়া ওয়াশিংটন ভারতীয় ইস্পাত, টেক্সটাইল ও কৃষিপণ্যসহ বহু রপ্তানির ওপর শুল্ক বাড়িয়েছে, যা ৫০ শতাংশে গিয়ে পৌঁছেছে। দিল্লিও পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে।
রপ্তানিকারকরা আপাতভাবে সতর্ক করেছেন, এই পরিস্থিতি আমদানি ও রপ্তানি ব্যবস্থায় জটিলতা তৈরি করতে পারে। আর এটি হলে আন্তর্জাতিক বিক্রয়ের পরিমাণও কমে যেতে পারে। অন্যদিকে আবার দেখা যাচ্ছে, চীনের সঙ্গে ভারতের সম্পর্ক আপাতভাবে উন্নতির দিকে এগোচ্ছে। যদিও সীমান্তে এখনও ভারী সেনা মোতায়েন রাখা হয়েছে। প্রায় সাত বছরের বিরতির পর মোদির এই সফর কিন্তু বিশেষ গুরুত্ব বহন করছে। সর্বশেষ তিনি ২০১৮ সালে উহানে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেছিলেন।
পাশাপাশি পুতিনের সঙ্গে মোদির বৈঠকও কিন্তু সমানভাবে তাৎপর্যপূর্ণ। ভারত–চীন–রাশিয়া ত্রিপক্ষীয় এই আলোচনা আপাতভাবে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এশিয়ার বিভিন্ন অঞ্চলসহ মধ্যপ্রাচ্য থেকে প্রায় ২০ জন নেতা যোগ দেবেন এই এসসিও শীর্ষ সম্মেলনে। চীনের কাছে এটি একটি বৈশ্বিক নেতৃত্ব প্রদর্শনের মঞ্চ। আবার রাশিয়ার জন্য কূটনৈতিক সমর্থন জোগাড়ের সুযোগ। অন্যদিকে আবার ভারতের কাছে এই সম্মেলন বহুপাক্ষিকতায় আস্থা পুনর্ব্যক্ত করা ও পরিবর্তিত বৈশ্বিক পরিস্থিতিতে ভারসাম্যপূর্ণ শক্তি হিসেবে নিজের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।