নির্বাচন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে: Mamata Banerjee

- আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 95
পুবের কলম,ওয়েবডেস্ক: নির্বাচন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে। তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)-র প্রতিষ্ঠা দিবসে মেয়ো রোডে গান্ধি মূর্তির পাদদেশ থেকে এমনটাই মন্তব্য করলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।
বাংলা ভাষার অপমান নিয়ে সরব Mamata Banerjee
তিনি (Mamata Banerjee )এদিন আরও বলেন, ‘অভিষেক ঠিকই বলেছে, তৃণমূলকে শুধু বাম, বিজেপির সঙ্গে লড়াই করতে হয় না। আরও শক্তির সঙ্গে লড়তে হয়। নির্বাচন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে।’ “ইলেকশন আসলেই দেখবেন এজেন্সির দাপাদাপি বাড়ে। আগে কখনও কেন্দ্রীয় এজেন্সি বিজেপি করত না। কোনও রাজনৈতিক দল করত না।” তবে এখন একটা বিশেষ রাজনৈতিক দলের নেতাদের দ্বারা পরিচালিত হয় তারা।
পরিযায়ী শ্রমিক
এদিন পরিযায়ী শ্রমিকদের ওপর অত্যাচার হওয়া নিয়েও মুখ খোলেন তিনি। বলেন, আমাদের পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার হলে, তখন মুখে বোল ফোটে না। পরশুদিনও হাবরায় একজন মারা গিয়েছেন। তাঁকে মহারাষ্ট্রে মারা হয়েছিল।
ভোটাধিকার কাড়তে দেব না
কিছু হিংসুটে লোক আছে। দেখলেই জ্বলে, আর লুচির মতো ফোলে। এরা হচ্ছে তাই। ১০০ দিনের কাজে পরপর চার-পাঁচ বছর আমরা এক নম্বরে ছিলাম। গ্রামীণ আবাস যোজনা, রাস্তা তৈরিতে এক নম্বরে ছিলাম। তাই সেলফিশ জায়েন্টেরা, যাঁরা হাই লোডেড ভাইরাস, তাঁরা হিংসা করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে এনআরসি চালু করবে এবং সকলের ভোটাঅধিকার কেড়ে নেবে। জীবন থাকতে কারও ভোটাধিকার কাড়তে দেব না।”
জয়েন্টের ফলপ্রকাশ
এদিনের সভা থেকে জয়েন্টের ফলপ্রকাশ নিয়ে দুঃখ প্রকাশ করেন তিনি। যাঁরা ছাত্রছাত্রীদের নিয়ে বড় বড় কথা বলে। তারাই নিয়োগে বাধা দেয়। ভর্তিতে বাধা দেয়। আমি দুঃখিত, জয়েন্টের ফল প্রকাশে একটু দেরি হয়েছে। এর জন্য আমাদের দোষ নেই।