২৯ অগাস্ট ২০২৫, শুক্রবার, ১২ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

বাংলা ভাষার অপমান নিয়ে সরব Mamata Banerjee

ইমামা খাতুন
  • আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
  • / 62

পুবের কলম,ওয়েবডেস্ক: বাংলা ভাষার অপমান নিয়ে সরব Mamata Banerjee। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বাংলা যদি ভাষা না হয় তাহলে ‘জন গণ’ জাতীয় সঙ্গীত হলো কী করে? জয় হিন্দ স্লোগান হলো কী করে?’  ওঁরা বাংলাকে অপমান করতে সিনেমা বানাচ্ছে।

নির্বাচন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আছে, আর আপনাদের দুর্নীতির ভাণ্ডার: Mamata Banerjee-র

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “রিসেন্ট কথা বলুন। ১৯৪৬ সালের কথা বলছেন কেন? তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো মায়ের পেটেও ছিলেন না। আমিও ছিলাম না। এত জ্ঞান কোথা থেকে এল? জ্ঞানভান্ডারী, জ্ঞানবৃক্ষ সব… জ্ঞানবৃক্ষ নয়, এরা হচ্ছে মগজে মরুভূমি। এরা কোনও দিনও বৃক্ষ হতে পারে না। বাংলার ইতিহাস ভুলে গেছেন?” এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে। বাংলার বদনাম করার জন্য, বাংলাকে অপমান করার জন্য।” বাংলার অপমান আমরা সহ্য করব না।  

আরও পড়ুন: TMCP-র প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে ‘ললিপপ সরকার’ বলে আক্রমণ Mamata Banerjee-র

 

আরও পড়ুন: নির্বাচন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে: Mamata Banerjee

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বাংলা ভাষার অপমান নিয়ে সরব Mamata Banerjee

আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: বাংলা ভাষার অপমান নিয়ে সরব Mamata Banerjee। তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বাংলা যদি ভাষা না হয় তাহলে ‘জন গণ’ জাতীয় সঙ্গীত হলো কী করে? জয় হিন্দ স্লোগান হলো কী করে?’  ওঁরা বাংলাকে অপমান করতে সিনেমা বানাচ্ছে।

নির্বাচন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আরও পড়ুন: আমাদের লক্ষ্মীর ভাণ্ডার আছে, আর আপনাদের দুর্নীতির ভাণ্ডার: Mamata Banerjee-র

মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, “রিসেন্ট কথা বলুন। ১৯৪৬ সালের কথা বলছেন কেন? তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো মায়ের পেটেও ছিলেন না। আমিও ছিলাম না। এত জ্ঞান কোথা থেকে এল? জ্ঞানভান্ডারী, জ্ঞানবৃক্ষ সব… জ্ঞানবৃক্ষ নয়, এরা হচ্ছে মগজে মরুভূমি। এরা কোনও দিনও বৃক্ষ হতে পারে না। বাংলার ইতিহাস ভুলে গেছেন?” এখন আবার সিনেমা বানাচ্ছে টাকা দিয়ে দিয়ে। বাংলার বদনাম করার জন্য, বাংলাকে অপমান করার জন্য।” বাংলার অপমান আমরা সহ্য করব না।  

আরও পড়ুন: TMCP-র প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে ‘ললিপপ সরকার’ বলে আক্রমণ Mamata Banerjee-র

 

আরও পড়ুন: নির্বাচন আসলেই এজেন্সির দাপাদাপি বাড়ে: Mamata Banerjee