হিমাচল প্রদেশের র্যাভি নদীতে আকস্মিক বন্যা, মৃত ৪

- আপডেট : ২৮ অগাস্ট ২০২৫, বৃহস্পতিবার
- / 73
পুবের কলম ওয়েবডেস্ক : হিমাচল প্রদেশের চম্বা জেলায় ভয়াবহ ভূমিধসের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন দুজন। প্রবল বর্ষণে রাভি নদীর তীব্র স্রোতে একটি গ্রাম সম্পূর্ণ ভেসে গেছে। বসোন্ধন গ্রামে পাহাড় ধসে চাপা পড়ে প্রাণ হারিয়েছে দুই ভাই-বোন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, তারা বাইরে এসেছিল পাথর পড়া দেখতে। তখনই ঢাল ভেঙে পড়ে যায় ও দুজনের মৃত্যু হয়।
মেহলা এলাকায় আলাদা আলাদা ভূমিধসের ঘটনায় দুই মহিলার মৃত্যু হয়েছে। নিখোঁজ দুই বাসিন্দার খোঁজে চালাচ্ছে প্রশাসন। আবার মণিমহেশ যাত্রার সময় হাডসার জলপ্রপাতের উপরে ট্রেকিং করতে গিয়ে, ডোনালি এলাকায় পাথরের আঘাতে ছয়জন তীর্থযাত্রী আহত হয়েছেন। প্রাথমিকভাবে তাদেরকে ভরমৌর হাসপাতালে ভর্তি করলেও পরে কিন্তু গুরুতর অবস্থায় হেলিকপ্টার করে চম্বা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়।
বিধায়ক ড. জনক রাজ জানিয়েছেন, সময়মতো সবাইকে সরিয়ে নেওয়া্র জন্য বড় বিপদ এড়ানো গিয়েছে। গত ৩০ বছরে রাভি নদীর এমন ভয়াবহ রূপ কেউ দেখেনি। ২০ জুন থেকে এখনও পর্যন্ত বন্যা ও ভূমিধসে ১৫৮ জন প্রাণ হারিয়েছেন। এখনও ৩৮ জন নিখোঁজ।
এই দুর্যোগে আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ ছাড়িয়েছে প্রায় ২,৬০০ কোটি টাকা। এমনকি চম্বা ও মানালির বেশ কয়েকটি অঞ্চলে মোবাইল নেটওয়ার্ক বন্ধ হয়ে গিয়েছে। দোকানপাট থেকে শুরু করে কৃষিজমি ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতির খবর পাওয়া গিয়েছে।