Filmmaker Anuparna Roy: ভেনিসে অন্নপূর্ণার পুরস্কার প্রাপ্তিতে শুভেচ্ছাবার্তা মমতার

- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 231
বললেন এই সম্মান নেই আর কোনও ভারতীয় পরিচালকের
পুবের কলম প্রতিবেদক : ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের সম্মান পেয়েছেন বাংলার নবীন পরিচালক অনুপূর্ণা রায় (Filmmaker Anuparna Roy)। ‘সংগস অফ ফরগটন ট্রিজ’ ছবিটি তৈরি করে ফেস্টিভ্যালের অরিজন্তি বিভাগে খেতাব জয় করেছেন অনুপূর্ণা রায়। তাঁর এই সাফল্যে সোমবার এক্স হ্যান্ডেলে তাঁকে শুভেচ্ছা জানান মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি লেখেন, আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপূর্ণা রায়ের (Filmmaker Anuparna Roy) অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার সংবাদে অমি খুব আনন্দিত। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই।
অনুপূর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন। চলচ্চিত্রের জগতে যাকে কার্যত পৃথিবীর জয় বলা যায়।
এই শাখায় এই সম্মান তাঁর আগে কোনও ভারতীয় পরিচালক পাননি। তার মা-বাবা কুলটিতে থাকেন, তাঁদের শিকড় আছে জঙ্গলমহলে, রাঙামাটিতে। আমি মনে করি, তাঁর মুকুটপ্রাপ্তি আমাদের বাংলার মেয়েদের জয়। আমি প্রার্থনা করব, অনুপূর্ণা অনেক এগিয়ে যান, আমাদের মুখ আরও উজ্জ্বল করুন।
আমাদের পুরুলিয়ার মেয়ে অনুপর্ণা রায়-এর অসাধারণ আন্তর্জাতিক পুরস্কার পাওয়ার খবরে আমার খুব আনন্দ হয়েছে। আমি তাঁকে, তাঁর মা-বাবাকে, তাঁর সকল বন্ধু-সহযোগীকে অভিনন্দন জানাই।
অনুপর্ণা বিশ্বখ্যাত ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে তাঁর শাখায় শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেয়েছেন, চলচ্চিত্রের…
— Mamata Banerjee (@MamataOfficial) September 8, 2025