মুসলিম দেশগুলো ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুক: খামেনি

- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 204
পুবের কলম,ওয়েবডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি শনিবার তেহরানের ইমাম খমেনি হোসেইনিয়ায় প্রেসিডেন্ট ও মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে বৈঠকে মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সব অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক সম্পূর্ণভাবে ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জায়নিস্ট শাসন ভয়াবহ অপরাধ চালাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রসহ বড় শক্তিগুলোর সহায়তা সত্ত্বেও প্রতিরোধের পথ বন্ধ নয়।
খামেনি বলেন, আজকের দিনে বিরোধী দেশগুলো;বিশেষ করে ইসলামী দেশগুলো;অবশ্যই ইসরাইলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করবে এবং রাজনৈতিক সম্পর্কও বাতিল করবে, যাতে এই শাসন ব্যবস্থা আরও একঘরে হয়ে যায়। তিনি জায়নিস্ট শাসনকে বিশ্বের সবচেয়ে ‘একঘরে’ ও ‘ঘৃণিত’ শাসনব্যবস্থা আখ্যা দিয়েছেন। খামেনি আরও বলেন, ইরানের কূটনীতির দায়িত্ব হবে অন্যান্য সরকারকে প্রথমে বাণিজ্যিক এবং পরে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো।
তিনি ইরানি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সরকারি কর্মকর্তাদের ১২ দিনের চলমান যুদ্ধে ত্যাগী ভূমিকার জন্য প্রশংসা করেছেন। খামেনি বলেন, সরকারের কাজ উদ্যম, আশা ও পরিশ্রমের ভিত্তিতে হতে হবে, যাতে দেশকে শত্রু চাপিয়ে দিতে চাওয়া ‘না যুদ্ধ, না শান্তি’ পরিস্থিতি থেকে মুক্ত করা যায়।
অর্থনীতি ও জনজীবনে কার্যকর পদক্ষেপের ওপর জোর দিয়ে খামেনি বলেন, প্রচলিত ও পুরোনো প্রযুক্তি বদলাতে হবে এবং তরুণ স্নাতকদের জ্ঞান কাজে লাগিয়ে তেল উৎপাদন ও উত্তোলনে রূপান্তর আনতে হবে। তেল রফতানি সম্প্রসারণ এবং গ্রাহকভিত্তি বৃদ্ধি করাও জরুরি।
বৈঠকে প্রেসিডেন্ট পেজেশকিয়ান সরকারের এক বছরের কর্মকাণ্ডের রিপোর্ট তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, রাশিয়া, চিন, ইরাক, তুরস্ক ও ইউরেশীয় দেশগুলোর সঙ্গে গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে এবং অবকাঠামো উন্নয়নের কাজ;করিডর, বন্দর ও মহাসড়কসহ জাহেদান-চাবাহার রেলপথ নির্মাণ;এই বছরের মধ্যে সম্পন্ন হবে।
খামেনি বলেন, জাতীয় শক্তি, মর্যাদা, ঐক্য ও জনগণের মনোবল বৃদ্ধি করতে হবে এবং জনগণকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির চিন্তা ছাড়াই নিশ্চিন্ত রাখা সরকারের দায়িত্ব। এছাড়া ইসলামী শিক্ষা, লক্ষ্য ও আইন বাস্তবায়নই ইরানি ব্যবস্থার মূল ভিত্তি – বলে মন্তব্য করেন তিনি।